২৫ মে, ২০২৪ ১৪:১৫

গুগল ম্যাপের দেখানো পথে চলতে গিয়ে খালে পড়লো গাড়ি

অনলাইন ডেস্ক

গুগল ম্যাপের দেখানো পথে চলতে গিয়ে খালে পড়লো গাড়ি

গুগল ম্যাপের দেখানো পথে চলতে গিয়ে খালে পড়ল একদল পর্যটক। পরে সেই গাড়ি থেকে চারজনকে উদ্ধার করা হয়। শুক্রবার রাতে ভারতের কেরালা রাজ্যে এমন ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, হায়দরাবাদ থেকে চারজনের একটি পর্যটক দল সাউথ কেরালা জেলার কুরুপান্থরার কাছে একটি খালে দুর্ঘটনার শিকার হন। তারা গুগল ম্যাপে দেখানো রাস্তায় চলছিল। কিন্তু ভারি বর্ষণে রাস্তাটি ডুবে যাওয়ায় তারা সেটি চিহ্নিত করতে না পেরে গাড়িটি একটি খালের ওপর দিয়ে চালিয়ে দেয়। এই পর্যটক দলটি কেরালার আলাপ্পুঝায় যাচ্ছিল। গাড়িটি খালে ডুবে যাওয়ার পর ওই চার পর্যটককে উদ্ধার করে পুলিশ। তবে তাদের বাহনটি ডুবে যায়। 

স্থানীয় কাদুথুরথী থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ডুবে যাওয়া গাড়ি উদ্ধারে কাজ চলছে। 

এ ধরনের ঘটনা কেরালায় নতুন নয়। গত বছরের অক্টোবরে রাজ্যটিতে দুই তরুণ চিকিৎসক গুগল ম্যাপের দেখানো রাস্তা দিয়ে যাওয়ার সময় নদীতে পড়ে নিহত হন। ওই ঘটনার পর বর্ষা মৌসুমে চলাচলের সময় প্রযুক্তি ব্যবহারে সতর্কবার্তা জারি করে কেরালা পুলিশ।- ইন্ডিয়ান এক্সপ্রেস

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর