কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) ব্যবহারের মাধ্যমে তৈরি হওয়া ভুয়া ভিডিও বা ডিপফেক ভিডিও এখন বিশ্বব্যাপী একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এসব ভিডিওতে নির্দিষ্ট ব্যক্তির চেহারা ও কণ্ঠস্বর এমনভাবে ব্যবহার করা হয় যে, সাধারণ মানুষ সহজে বুঝতে পারেন না এটি নকল। এতে করে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি প্রতারণাও বৃদ্ধি পাচ্ছে।
এ সমস্যার সমাধান হিসেবে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি নতুন একটি এআই টুল নিয়ে এসেছে, যার নাম ‘ডিপফেক ডিটেক্টর’।
এই ডিপফেক ডিটেক্টর টুলটি প্রাথমিকভাবে লেনোভোর তৈরি কিছু নির্দিষ্ট মডেলের এআই ল্যাপটপে ব্যবহার করা যাবে। ম্যাকাফির তথ্য অনুযায়ী, টুলটি তৈরি করতে প্রায় দুই লাখ ছবি ব্যবহার করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার ফলে এটি ভুয়া ভিডিওর ত্রুটিগুলো সহজেই শনাক্ত করতে সক্ষম।
ডিপফেক ভিডিও শনাক্ত করতে টুলটি লেনোভোর এআই কম্পিউটারের নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) ব্যবহার করে, ফলে ক্লাউডের ওপর নির্ভরশীলতা কম থাকে এবং ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা সুরক্ষিত থাকে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায় বসবাসকারীরা এই টুলটি ব্যবহার করতে পারবেন। লেনোভো ল্যাপটপে এটি বিল্ট-ইনভাবে যুক্ত থাকবে এবং ল্যাপটপ কেনার পর প্রথম ৩০ দিন বিনামূল্যে ব্যবহার করা যাবে। এরপর প্রতি মাসে ১০ মার্কিন ডলার খরচ করে এটি চালিয়ে যেতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল