বর্তমানে ইলন মাস্কের সম্পদের পরিমাণ ২৭০ বিলিয়ন ডলার। সেদিক থেকে ব্যক্তিগত সম্পদের দিক থেকে ম্যাকডোনাল্ডস ও পেপসির মতো জায়ান্ট কোম্পানিকেও ছাড়িয়ে গেছেন মর্কিন এই ধনকুবের।
বর্তমানে ম্যাকডোনাল্ডসের কোম্পানি মূল্য প্রায় ২২০ বিলিয়ন মার্কিন ডলার। আর পেপসির মালিকানাধীন কোম্পানি পেপসিকোর বর্তমান কোম্পানি মূল্য প্রায় ২৩৪ বিলিয়ন ডলার।
চলতি বছরের শুরুতে মাস্কের সম্পদের পরিমাণ ছিল ২২৯ বিলিয়ন ডলার। যদিও গত এপ্রিলে তার সম্পদের পরিমাণ কমে দাঁড়ায় ১৬৪ বিলিয়নে। কেননা কেননা টেসলার শেয়ারের দাম প্রায় ৪০ ভাগ কমে গিয়েছিল।
তবে শুধু আগস্ট মাসেই মাস্কের সম্পদের পরিমাণ বেড়েছে ৫০ বিলিয়ন। চলতি বছর সর্বোচ্চ সম্পদ আয় করা ব্যক্তিদের তালিকায় তার অবস্থান চতুর্থ। এক্ষেত্রে তার থেকে বেশি সম্পদ আয় করেছেন মেটার মার্ক জাকারবার্গ, এনভিডিয়ার জ্যানসেন হুয়াং, ওরাকলের ল্যারি এলিসন।
মাস্ক যদিও বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তবে এই ধনকুবের পূর্বে এরচেয়েও বেশি অর্থের মালিক হয়েছিলেন। ২০২১ সালের নভেম্বর মাসে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল ৩৪০ বিলিয়নে।
বিডি প্রতিদিন/নাজমুল