হোয়াটসঅ্যাপ কেবল তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের মাধ্যম নয়, বরং সহজেই অডিও ও ভিডিও কল করার সুবিধাও দেয়। অনেকেই নিজেদের ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে নিয়মিত অনলাইন সভা করে থাকেন। যদিও আগে সরাসরি নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপে কল করে এসব সভা করা যেত, এবার হোয়াটসঅ্যাপ আরও আধুনিক ও সহজ এক সুবিধা চালু করেছে, যা অনলাইন সভাগুলিকে আরও সংগঠিত করেছে।
নতুন এই সুবিধার মাধ্যমে গুগল মিট বা জুমের মতো নির্দিষ্ট ব্যক্তিদের কাছে অডিও বা ভিডিও কলের লিংক পাঠিয়ে তাদের সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো সম্ভব। একটি কল লিংক ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে, যার ফলে পরে যেকোনো সময় এই লিংক ব্যবহার করে সভায় যুক্ত হওয়া যায়। এর ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন ধরনের অনলাইন মিটিং আয়োজন করতে পারছেন এবং এ সুবিধাটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।
কীভাবে হোয়াটসঅ্যাপে কল লিংক তৈরি করবেন:
প্রথমেই আপনার স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করে নিচের ধাপে ধাপে কাজগুলো করতে হবে:
কলস ট্যাব নির্বাচন করতে হবে।
এরপর নিচের ডান দিকে থাকা কল প্লাস আইকনে ট্যাপ করতে হবে।
তারপর নিউ কল লিংক অপশন নির্বাচন করতে হবে।
কল লিংক তৈরি করার সময় প্রয়োজন অনুযায়ী ভিডিও বা ভয়েস কল নির্বাচন করা যাবে।
সেন্ড লিংক ভায়া হোয়াটসঅ্যাপ অপশন থেকে লিংকটি সরাসরি চ্যাটবক্সে পাঠানো যাবে। এছাড়াও শেয়ার লিংক অপশনের মাধ্যমে ই-মেইল বা অন্যান্য প্ল্যাটফর্মে লিংক পাঠানো সম্ভব।
এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজ ও দক্ষতার সঙ্গে অনলাইন সভাগুলো পরিচালনা করতে পারছেন।