ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বের নাম টুইটার) নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রশিক্ষণে ব্যবহারকারীদের পোস্ট ব্যবহার করার পরিকল্পনা করেছে। শুধু তাদের নিজস্ব ‘গ্রক’ চ্যাটবটই নয়, অন্য যেকোনো এআই মডেলও এক্সের পোস্ট ব্যবহার করতে পারবে। এই নতুন নীতিমালা বাস্তবায়নে ইতোমধ্যে প্ল্যাটফর্মটির গোপনীয়তা নীতিমালা হালনাগাদ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, যেকোনো প্রতিষ্ঠান এক্স ব্যবহারকারীদের পোস্ট ব্যবহার করে তাদের এআই মডেলকে প্রশিক্ষণ দিতে পারবে। তবে, এতে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং গোপনীয়তার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী।
এক্স জানিয়েছে, এই নীতিমালা ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে। যদিও ব্যবহারকারীরা চাইলে তাদের পোস্টের তথ্য এভাবে ব্যবহারের অনুমতি বাতিল করার সুযোগ পাবেন।
বিডিপ্রতিদিন/কবিরুল