গ্লোবাল সাইবার সিকিউরিটি কোম্পানি কিপার সিকিউরিটি প্রতিষ্ঠানের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাইবার জগতে সুরক্ষিত থাকতে অ্যাকাউন্টের পাসওয়ার্ড কমপক্ষে ১৬ ক্যারেক্টারের হতে হবে। এতে পাসওয়ার্ডের সম্ভাব্য কম্বিনেশনের সংখ্যা বেড়ে যায়, ফলে হ্যাকারদের জন্য পাসওয়ার্ড খুঁজে বের করা আরও কঠিন হয়ে পড়ে। কিপার সিকিউরিটি এক্সপার্টদের বরাতে টেকটাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, যেকোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার বেশি নিরাপদ। এক্ষেত্রে বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষরের সঙ্গে সাংকেতিক চিহ্নের সংমিশ্রণে পাসওয়ার্ড তৈরি করা উচিত। এ ছাড়া পাসওয়ার্ডে ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়েও সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
কারণ এটি হ্যাকাররা সহজে খুঁজে বের করতে পারে। এরই সঙ্গে কিপার সিকিউরিটির বিশেষজ্ঞরা আরও বলেন, পাসওয়ার্ড তৈরির সময় অভিধান থেকে শব্দ বা ক্রমানুসারে সংখ্যা বা অক্ষর ব্যবহার করা থেকে এড়িয়ে যেতে হবে। আর বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ম্যানেজ করার জন্য একটি নির্ভরযোগ্য পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।