চাঁদ নিয়ে মানুষের অনেক আগ্রহ। পৃথিবীর এ উপগ্রহ নিয়ে আজও গবেষণার পাশাপাশি বিস্তর ভেবে চলেছে মানুষ। অনেক কিছু আবিষ্কৃত হয়েছে। চলছে নানা অভিযানও। এবার জানা গেল, চাঁদের ভূপৃষ্ঠের নিচে রয়েছে আংশিক গলিত স্তর।
গবেষকদের মতে, চাঁদের গঠন, উৎস ও সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে বিবর্তিত হয়েছে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা মিলেছে। চাঁদের বাইরের ত্বকটি বিভিন্ন গর্তে আচ্ছাদিত, যার নিচে রয়েছে বেশির ভাগ খনিজ অলিভাইন ও ধাতব কোর দিয়ে তৈরি শক্ত ম্যান্টেল। তবে দীর্ঘদিন ধরে কিছু বিজ্ঞানী দাবি করে এসেছেন, চাঁদের শক্ত ম্যান্টেল ও কোরের মধ্যে গলিত শিলার একটি স্তর থাকতে পারে। আগের বিভিন্ন গবেষণায় এ গলিত স্তরটির অস্তিত্ব সম্পর্কে মিশ্র প্রমাণ মিললেও এবার সেটি আরও দৃঢ় হলো। জোয়ার-ভাটার কারণে চাঁদের মাধ্যাকর্ষণ কীভাবে পরিবর্তিত হয় তা বিশ্লেষণ করার মাধ্যমে এ নতুন প্রমাণ পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। নতুন গবেষণায় নাসার ‘গ্রেইল’ মিশন ও ‘লুনার রিকনাইসেন্স অর্বিটার’-এর ডেটা ব্যবহার করে প্রথমবারের মতো এক বছরের ব্যবধানে চাঁদের মাধ্যাকর্ষণ কীভাবে পরিবর্তিত হয় তা গবেষণা করেছেন নাসার গ্রহ গবেষক গুসেন্স ও তার দল।
তথসূত্র : এনডিটিভি