Bangladesh Pratidin

প্রকাশ : ১২ জুন, ২০১৮ ০৮:১৭ অনলাইন ভার্সন
বৈঠকে ট্রাম্প-কিম
অনলাইন ডেস্ক
বৈঠকে ট্রাম্প-কিম

বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ((বাংলাদেশ সময় সকাল ৭টা)) সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের পাঁচ তারকা ক্যাপেলো হোটেলে তারা বৈঠকে বসেন। এর আগে পরস্পর করদর্মন করেন এ দুই নেতা।

হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠক যদি ভালো হয় তাহলে প্রথম বৈঠকের পরে আরও বৈঠক হবে। প্রয়োজন হলে ১৩ জুনও বৈঠক হতে পারে। সময়সূচী সেইভাবেই নির্ধারণ করা আছে। আর যদি ভালো ইঙ্গিত না পাওয়া যায় তাহলে প্রথম বৈঠকেই প্রেসিডেন্টের সিঙ্গাপুর সফরের সমাপ্তি ঘটবে।

প্রেসিডেন্ট ট্রাম্পও শনিবার বলেছেন, বৈঠক সফল হবে কিনা তা আমি এক মিনিটেই বুঝতে পারবো। স্পর্শ এবং অনুভবের মাধ্যমে আমি এটা বুঝতে পারি।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow