১২ জুন, ২০১৮ ১৪:১৭

পারমাণবিক নিরস্ত্রীকরণের যৌথ ঘোষণায় স্বাক্ষর দু'নেতার

অনলাইন ডেস্ক

পারমাণবিক নিরস্ত্রীকরণের যৌথ ঘোষণায় স্বাক্ষর দু'নেতার

কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণভাবে পারমাণবিক নিরন্ত্রীকরণের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন যৌথ ঘোষণায় এক চুক্তিতে স্বাক্ষর করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আজ জানিয়েছে দু'নেতা ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন ওই যৌথ চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তির নথিতে উল্লেখ আছে, যুক্তরাষ্ট্র-ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার (ডিপিআরকে) মধ্যকার নতুন সম্পর্ক পরিচালনার জন্য গভীর মত বিনিময়ের মাধ্যমে কাজ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এছাড়া কোরীয় উপদ্বীপকে শান্তিপূর্ণ অঞ্চলে পরিণত করার জন্য যৌথভাবে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া হবে। 

এ ব্যাপারে কিম জং উন বলেছেন, এই বৈঠক সংগঠিত করার জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শ্রদ্ধা জানাতে চান।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর