Bangladesh Pratidin

প্রকাশ : ৪ জুন, ২০১৬ ২০:৪৮
আপডেট :
রাজশাহীতে আ'লীগ ৮ বিএনপি ২, অন্যান্য ৫
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে আ'লীগ ৮ বিএনপি ২, অন্যান্য ৫

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নে আওয়ামী লীগের রফিকুর ইসলাম, বাউশায় শফিকুল ইসলাম ও চকরাজাপুরে আওয়ামী লীগের বিদ্রোহী আজিজুল ইসলাম বিজয়ী হয়েছেন।

মোহনপুর উপজেলার ধুরইলে বিএনপির কাজিম উদ্দিন ও জাহানাবাদে এমাজ উদ্দিন, ঘাষিগ্রামে আওয়ামী লীগের আজহারুল ইসলাম, বাকশিমইলে আল মমিন শাহ গাবরু ও মৌগাছীতে আল আমিন বিশ্বাস এবং রাঘাঘাটীতে আওয়ামী লীগের খলিলুর রহমান বিজয়ী হয়েছেন।

পবা উপজেলার হরিপুরে আওয়ামী লীগের বজলে রিজভী আল হাসান মুঞ্জিল, পারিলায় আওয়ামী লীগের বিদ্রোহী সাইফুল বারী ভুলু, দর্শনপাড়ায় আওয়ামী লীগ প্রার্থী কামরুল হাসান রাজ, হড়গ্রামে জামায়াতের অধ্যাপক আবুল কালাম আজাদ, হুজুরিপাড়ায় স্বতন্ত্র আকতার ফারুক, দামকুড়ায় আওয়ামী লীগের রফিকুল ইসলাম।

বিডি-প্রতিদিন/ ০৪ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow