Bangladesh Pratidin

প্রকাশ : ৪ জুন, ২০১৬ ২০:৫৮
আপডেট :
ভোট গণনা নিয়ে বগুড়ায় মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
ভোট গণনা নিয়ে বগুড়ায় মহাসড়ক অবরোধ

বগুড়ায় ভোট সেন্টারে ভোট গণনার দাবীতে ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ করেছেন এরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডল এর সমর্থকরা।  

শনিবার বিকালে ভোট গ্রহণ শেষে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের ভোট গণনার সিদ্ধান্ত জেলা প্রশাসনে নেয়া হলে এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সমর্থকরা বগুড়ার চারমাথা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে রাখে।  

এসময় প্রায় তিন ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে তারা। শনিবার বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকে পড়ে থাকে। অবরোধ চলাকালে ভোট গণনা শেষ হলে এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ মন্ডলের সমর্থকরা অবরোধ তুলে নেন।  

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি কামরুল মোর্শেদ আপেল জানান, কিছু শ্রমিক ক্ষুব্দ হয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধ করে রাখার সংবাদে শ্রমিকদের অবরোধ তুলে নেয়ার অনুরোধ করা হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।  

 

বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৬/হিমেল-২০

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow