Bangladesh Pratidin

অবসরে বেড়িয়ে আসুন

নিঝুম দ্বীপ সুনসান নীরবতায় আচ্ছন্ন এক দ্বীপ নিঝুম দ্বীপ। শহুরে কোলাহল ছেড়ে প্রকৃতি ও প্রাণীর সান্নিধ্যে নিঝুম দ্বীপ হয়ে উঠতে পারে স্বপ্নিল জায়গা। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দক্ষিণে পঞ্চাশ দশকে এই দ্বীপটি জেগে ওঠে। বছরজুড়ে সামুদ্রিক ঈগল, শঙ্খচিল, বকসহ নানা স্থানীয় পাখির দেখা মিলবে। দ্বীপের আশপাশের জঙ্গলেই আছে হরিণ, শেয়াল, বন্যশূকর, নানা রকম সাপ ও বানর। পাখি বা হরিণ দেখতে চাইলে…
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত
up-arrow