মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আড়াই বছরেও সংস্কার হয়নি সদর রোড

রাহাত খান, বরিশাল

আড়াই বছরেও সংস্কার হয়নি সদর রোড

৩ বছর ধরে সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গেছে সদর রোড

দায়িত্ব নেয়ার আড়াই বছরেও নগরীর প্রাণকেন্দ্র সদর রোডটি (জিলা স্কুল থেকে জেলখানা মোড়) সংস্কার করতে পারেননি সিটি মেয়র আহসান হাবিব কামাল। শুধু সদর রোড নয়, নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ বান্দ রোড, হাসপাতাল রোড, আমতলা থেকে জিলা স্কুল মোড়, কাউনিয়া প্রধান সড়ক এবং বিসিক রোডটি সংস্কারহীন প্রায় ৩ বছর। এতে যানবাহনের গতি শ্লথ হচ্ছে, সৃষ্টি হচ্ছে যানজটের, ঘটছে দুর্ঘটনাও।

গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিনে সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে নগরীর বাসিন্দারা। কিন্তু নগর ভবন কর্তৃপক্ষ বরাদ্দ নেই বলে দায় এড়ানোর চেষ্টা চালাচ্ছে। বরাদ্দ নেই অজুহাতে সিটি মেয়র দায় এড়াতে পারেন না মন্তব্য করে সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি প্রফেসর এম. মোয়াজ্জেম হোসেন বলেন, আহসান হাবিব কামাল জনগণের ভোটে নির্বাচিত মেয়র। নগরীর উন্নয়নের দায়িত্ব জনগণ তাকে দিয়েছে। তিনি কোনখাতে কীভাবে বরাদ্দ আনবেন, আর নগরীর উন্নয়ন করবেন— এটা একান্তই তার ব্যাপার। তবে আগের মেয়রের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা হচ্ছে না দাবি করে মোয়াজ্জেম হোসেন বলেন, অপরিকল্পিত উন্নয়নের কারণে সুষম উন্নয়ন ব্যাহত হচ্ছে। এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না। সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, পুরনো পৌর শহর এবং বর্ধিতাংশসহ ৫৮ বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ডের সংখ্যা ৩০টি। সব শেষ প্রয়াত সাবেক মেয়র শওকত হোসেন হিরণের আমলে তত্কালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনুদানমূলক প্রকল্পের বদৌলতে নগরীর সব সড়ক সংস্কার ও মেরামত করা হয়। ক্ষমতার পালাবদলে ২০১৪ সালের জুনের নির্বাচনে বিএনপি নেতা আহসান হাবিব কামাল মেয়র হওয়ার পর সরকারের বিশেষ অনুদান কমে যায়। একই বছরের অক্টোবরে দায়িত্ব নেয়ার পরও সরকারি বরাদ্দ না থাকায় স্থবিরতা দেখা দেয় জনস্বার্থ সংশ্লিষ্ট উন্নয়ন কাজে। গত প্রায় ৩ বছরে কিছু উন্নয়ন হলেও প্রধান প্রধান সড়কগুলোর তেমন সংস্কার হয়নি। তাই কমবেশি খানাখন্দের সৃষ্টি হয়েছে সব সড়কে। ছিটেফোঁটা সুরকি, কংক্রিট এবং বিটুমিনের প্রলেপ দিয়ে সাময়িকভাবে খানাখন্দ মেরামত করা হলেও সড়কগুলো দীর্ঘস্থায়ী সংস্কার (ওভার লে) হয়নি। বর্ষা মৌসুম শুরু হচ্ছে। এখনই এই সড়ক সংস্কার না হলে ভরা বর্ষায় সড়কগুলো একেবারে খানাখন্দে ভরে যাবে এবং জন ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে মনে করছেন বেসরকারি নির্মাণ বিশেষজ্ঞ প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোতালেব হোসেন বলেন, নগরীর প্রধান প্রধান কয়েকটি সড়কসহ বিভিন্ন এলাকায় ১৮০ কিলোমিটার সড়ক জরুরি সংস্কার প্রয়োজন। সড়কগুলোর উন্নয়ন প্রকল্প তৈরি করে প্রস্তাব (ডিপিপি) আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে মাত্র ৪০ কিলোমিটার ডিপিপি পাস হয়েছে।

সর্বশেষ খবর