মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

এয়ারপোর্ট মোড়ে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ

নিজস্ব প্রতিবেদক

এয়ারপোর্ট মোড়ে দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ

দীর্ঘ প্রতীক্ষার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের মোড়ে প্রস্তুত দেশের দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজ। দেশের দীর্ঘতম এই ফুট ওভারব্রিজটির কাজ প্রায় শেষ। শিগগিরই এটি পথচারীদের জন্য খুলে দেওয়া হবে। বাংলাদেশে এ ধরনের ফুট ওভারব্রিজ এটাই প্রথম। নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের নকশা ও তাদের সহযোগিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এটি নির্মাণ করেছে। এতে ব্যয় হয়েছে সাড়ে ৩ কোটি টাকা। ফুট ওভারব্রিজটিতে ব্যবহার করা হয়েছে ২০ ফুট দৈর্ঘ্যের ছয়টি স্প্যান। প্রতিটি স্প্যানের রয়েছে ২৪টি সেকশন। প্রতিটি সেকশনে চারটি করে এলইডি লাইট লাগানো হয়েছে। এ থেকে সাদা আলো বিচ্ছুরিত হবে। বিমানবন্দরের যাত্রীরা যাতে ফুট ওভারব্রিজ ব্যবহার করে ট্রেনে উঠতে পারেন, এ জন্য ব্রিজটিকে বিমানবন্দর রেলস্টেশনের সঙ্গেও সংযুক্ত করা হয়েছে। এতে করে ট্রেন থেকে নেমে বিমানবন্দরে সহজেই যেতে পারবেন যাত্রীরা। বিমানবন্দরের সামনের গোলচত্বরের উত্তর দিকে পুরনো ফুট ওভারব্রিজের একটু দক্ষিণে তৈরি হয়েছে নতুন ফুট ওভারব্রিজটি। এর দৈর্ঘ্য ১৪০ ফুট, সিঁড়ির প্রশস্ততা ৬ ফুট। উপরে ৮ ফুট প্রশস্ত হাঁটার পথ। দু’পাশে লাগানো হয়েছে এস্কেলেটর (চলন্ত সিঁড়ি)। এস্কেলেটর দিয়ে যাত্রীরা উপরে উঠতে পারলেও নামতে হবে হেঁটে। আর ফুট ওভারব্রিজজুড়ে থাকছে ফাইবার প্লাস্টিক দিয়ে তৈরি সাদা রঙের ছাউনি। ফুট ওভারব্রিজটিকে আরও আকর্ষণীয় করতে টবে লাগনো হবে ফুলের গাছ, অর্নামেন্টাল ট্রি। শান্তির প্রতীক হিসেবে দু’পাশে রাখা হয়েছে একজোড়া কবুতর। একটি উড়ন্ত। অন্যটি বসে থাকা। এয়ারপোর্ট মোড়ে দিনভর মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। সকালে, দুপুরে দড়ি ধরে মানুষ আটকায় পুলিশ। ফুট ওভারব্রিজটি চালু হলে এই অবস্থার অবসান হবে।

সর্বশেষ খবর