মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬ ০০:০০ টা

ঈদে নতুন সাজে ময়নামতি জাদুঘর

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

ঈদে নতুন সাজে ময়নামতি জাদুঘর

ঈদ উপলক্ষে নতুন সাজে সাজছে কুমিল্লা ময়নামতি জাদুঘর। জাদুঘরের ভেতরে টাইলস বসানো হচ্ছে, করা হচ্ছে রঙের কাজ। নিরাপত্তার জন্য লাগানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। দর্শনার্থীরা এবার ঈদে নতুন রূপে দেখতে পাবে ময়নামতি জাদুঘরকে। এতে রাজস্ব আয়ও বাড়তে পারে বলে জাদুঘর কর্তৃপক্ষের ধারণা। জাদুঘরের সূত্র জানায়, ময়নামতি জাদুঘরের সঙ্গে সংস্কার হচ্ছে শালবন বিহারের ভিক্ষু কক্ষ, আনন্দ বিহারের ভেতরের দেয়াল, ভোজ বিহারের ভেতরের দেয়াল ও শত রত্ন মন্দিরের সংস্কার।

এ ছাড়া রেস্ট হাউসের সংস্কার হচ্ছে। ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান আহমেদ আবদুল্লাহ জানান, ঈদুল ফিতরের আগে নতুন সাজে সাজবে ময়নামতি জাদুঘর। জাদুঘর ও বিহার সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে। গাড়ি পার্কিং মাঠটি নিরাপদ করতে সীমানা দেয়াল করা হচ্ছে। জাদুঘর সংস্কারে ব্যয় করা হচ্ছে ২০ লাখ ৫৫ হাজার টাকা। এদিকে জাদুরের কাছে দীর্ঘদিন পর প্রত্নতত্ত্ব অধিদফতরের নিজস্ব বিভাগীয় অফিস নির্মিত হচ্ছে।

১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে দ্বিতীয় তলা ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে।

সর্বশেষ খবর