মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জেনারেল হাসপাতালের সামনে অবৈধ দখল

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

জেনারেল হাসপাতালের সামনে অবৈধ দখল

দখল হয়ে যাচ্ছে কুমিল্লা জেনারেল হাসপাতাল লাগোয়া রোডের সামনের অংশ। এখানে অবৈধভাবে দখল করে দোকান ঘর তোলা হয়েছে। ইতিমধ্যে ১০টি দোকান ঘর তোলা হয়েছে। এগুলো হচ্ছে রেস্তোরাঁ, চা-দোকান, সেলুন, মুদি দোকান, কাঁচা তরকারির দোকান ও ওয়ার্কশপ গ্যারেজ প্রভৃতি। এ ছাড়া রাস্তার উত্তর পাশে বসছে ভ্রাম্যমাণ কাঁচা তরকারির ৫-৬টি দোকান।

দুই পাশে দোকানের কারণে এখানে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। দুর্ভোগে পড়তে হচ্ছে হাসপাতালে আসা চিকিৎসক, রোগী, স্বজন ও সামনের মহিলা কলেজের ছাত্রীদের। স্থানীয় সচেতনদের অভিমত, দোকানগুলো এখনি সরাতে হবে। নতুবা পাকা করে তারা স্থায়ী হয়ে যাবে।

স্থানীয় সূত্রগুলো জানায়, এখানে প্রভাবশালীরা ঘর তুলে ভাড়া আদায় করছে। তাই তাদের বিরুদ্ধে কেউ কথা বলছে না। কুমিল্লা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেন, দোকানগুলো সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বলা হয়েছে।

হাসপাতালের সামনের রাস্তাটি সিটি করপোরেশনের। তারা উচ্ছেদের দায়িত্ব নিলে মানুষের দুর্ভোগ কমবে।

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, আমরা রাস্তা-ফুটপাথ দখলকারীদের উচ্ছেদ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে হাসপাতালের সামনের দোকানগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর