বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

গর্তবহুল সড়কে সাবধান

নিজস্ব প্রতিবেদক

গর্তবহুল সড়কে সাবধান

রাজধানীর রাজপথে ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য ভারী যন্ত্রপাতির কারণে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে রাস্তায় চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণকাজে ভারী যন্ত্রপাতির চাপ সইতে পারছে না বক্স ড্রেনগুলো। সেগুলো ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ইস্কাটনে ইস্পাহানি কলেজের বিপরীতে শামসুদ্দীন ম্যানশনের পাশের মূল সড়ক সংলগ্ন গলির মাথায় চার-পাঁচ ফুট গভীরের একটি গর্ত সৃষ্টি হয়েছে।

মৌচাক মার্কেটের পাশেই গোল্ডেন টাওয়ারের সামনে প্রায় চার মাস ধরে খোলা অবস্থায় আছে আরেকটি গর্ত। এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসার মোট ৩২ হাজার ৫৯৮টি ম্যানহোল রয়েছে। এর মধ্যে ডিএসসিসির ১৪ হাজার ২৪০টি ও ওয়াসার ১৮ হাজার ৩৫৮টি ম্যানহোল রয়েছে। ডিএসসিসির খাতাপত্রে মাত্র ৩৪টি ও ওয়াসার রেকর্ডে মাত্র ৫৭টি ম্যানহোলের কভার নেই বলে উল্লেখ রয়েছে। সরেজমিন দেখা গেছে, অন্তত অর্ধেক ম্যানহোলই পড়ে আছে ঢাকনাবিহীন অবস্থায়। ডিসিসি, ওয়াসা ছাড়াও বিটিসিএল, তিতাস গ্যাস এমনকি অনেক বেসরকারি প্রতিষ্ঠানের নানা সংযোগ লাইন নির্মাণকালেও বিভিন্ন স্থানে ম্যানহোল তৈরি হয়েছে।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর