Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৯ জুলাই, ২০১৬ ২৩:০০
বছরজুড়ে জলাবদ্ধ বিসিক শিল্পনগরী
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
বছরজুড়ে জলাবদ্ধ বিসিক শিল্পনগরী

শুধু বর্ষায়ই নয়, বছরজুড়েই জলাবদ্ধ থাকে কুমিল্লা বিসিক শিল্পনগরী। নগরীর রানীর বাজার, ঠাকুরপাড়া, অশোকতলা এলাকা উঁচু হওয়ায় বৃষ্টি হলে চারপাশের পানি বিসিক এলাকায় গিয়ে জমে। বিসিকে জলাবদ্ধতা, সড়ক ও ড্রেনের বেহাল অবস্থার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে শ্রমিক ও ব্যবসায়ীদের। সূত্র মতে, কুমিল্লা মহানগরের আশোকতলা এলাকায় ১৯৬০-৬১ অর্থবছরে ৫৪ দশমিক ৩৫ একর জমির ওপর স্থাপিত হয় কুমিল্লা বিসিক শিল্পনগরী। এই শিল্পনগরীতে ১৪২টি প্লটের মধ্যে চালু রয়েছে ১২৭টি কারখানা। এসব কারখানায় ৭ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করছেন। বিসিকের উত্তর অংশের কয়েকটি সড়ক দীর্ঘদিন পর সিটি করপোরেশন সংস্কার করেছে। দক্ষিণ অংশের সড়কগুলোর অবস্থা ভয়াবহ। কোনো সড়কে হাঁটু পানি জমে আছে। কোথাও ড্রেন থেকে সড়ক নিচু হওয়ায় ময়লা পানি সড়কের ওপরে এসে জমা হচ্ছে। ভারী বৃষ্টি হলে ফ্যাক্টরিতে পানি ঢুকে যায়। এ ছাড়া বিসিক থেকে পানি সরানোর ড্রেনগুলোর মুখে প্রতিবন্ধকতা থাকায় পানি সরছে না। বিসিকের ব্যবসায়ী মডার্ন রাইস মিলের স্বত্বাধিকারী ফরিদ উদ্দিন আহমেদ বলেন, যেখানে সড়ক উঁচু করে নির্মাণ করা হয়েছে, সেখানে কারখানায় পানি ঢুকছে। হঠাৎ করে ভারী মেশিনপত্র সরানোও যাচ্ছে না। বিসিক কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা মিলে পরিকল্পনা না করলে ব্যবসায়ীদের দুর্ভোগ কমবে না। কুমিল্লা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি হুমায়ুন কবির বলেন, এখানে ১২ মাসই সড়কে ড্রেনের পানি আটকে থাকে। ব্যবসায়ীদের দুর্ভোগের শেষ নেই। বিসিক থেকে পানি বের হওয়ার পথ খুলে না দিলে কোনো কাজ হবে না। বিসিক শিল্পনগরীর উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, বিসিকের সড়ক ও ড্রেন সংস্কারে তেমন বরাদ্দ পাওয়া যাচ্ছে না। বেশি বৃষ্টি হলে আমার অফিসেও পানি ঢুকে যায়। সিটি করপোরেশন কিছ ুসড়ক ও ড্রেনের কাজ করে দিয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow