মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

দূষণমুক্ত নগরীতে আবর্জনার দূষণ

কাজী শাহেদ, রাজশাহী

দূষণমুক্ত নগরীতে আবর্জনার দূষণ

 জাতিসংঘের তথ্যানুযায়ী, শহরে বায়ু কণায় মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান না থাকার দিক থেকে রাজশাহী মহানগরীর অবস্থান শীর্ষে। এমন একটি তথ্য দেশের জন্য অনেক সম্মানের, বিশেষ করে রাজশাহীর জন্য। এ সফলতা একদিনে গড়ে ওঠেনি। জনপ্রতিনিধিদের ছোট ছোট অনেক উদ্যোগ রাজশাহীকে সবুজায়িত করেছে। পাশাপাশি ক্লিন রাজশাহীতে পরিণত করেছে। রাজশাহী এখন পৃথিবীর কাছে গ্রিন ও ক্লিন সিটি। তবে এ প্রাপ্তি নষ্ট হতে চলেছে অপরিচ্ছন্নতার কারণে। এমন সুনামের নগরীতে খোলা রাস্তায় দেখা যাচ্ছে ময়লার স্তূপ। তাও আবার রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড়ে ব্যস্ততম সড়কে। খোলা অবস্থায় এমনভাবে ময়লা সড়কে আবর্জনা পড়ে থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। দূষিত হচ্ছে গ্রিন ও ক্লিন সিটি। স্কুলগামী শিক্ষার্থী সাদিক আমান বলেন, প্রতিদিন আমি এ রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাই। কিন্তু এভাবে ময়লা পড়ে থাকায় দুর্গন্ধের মধ্য দিয়ে যেতে হয়। ময়লাগুলো খোলা অবস্থায় থাকায় কুকুর আর কাক বসে সেগুলো রাস্তায় ছিটিয়ে যায়। সাবিনা ইয়াসমিন নামে আরও এক স্কুলছাত্রী জানায়, দিনে দিনে এখানকার সমস্যাটা বাড়ছে। খোলা আবর্জনা পড়ে থাকার কারণে চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে খোলা জায়গায় ময়লা পড়ে থাকায় পথচারীদেরও নানা সমস্যায় পড়তে হয়। ব্যস্ত রাস্তায় এভাবে ময়লা পড়ে থাকার শহরের সুনাম যেমন নষ্ট হচ্ছে, অন্য দিকে দূষিত হচ্ছে পরিবেশ। রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজাম উল আযীম জানান, খোলা জায়গায় ময়লার স্তূপ থাকার কথা নয়। তারপরেও এমনটা হয়ে থাকলে তিনি ব্যবস্থা নেবেন।

সর্বশেষ খবর