মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ধূলির দূষণ আর জলাবদ্ধতায় অতিষ্ঠ নগরজীবন

মানিক মুনতাসির

ধূলির দূষণ আর জলাবদ্ধতায় অতিষ্ঠ নগরজীবন

রোদ হলে চারদিকে ধুলাবালু। আর বৃষ্টি হলেই জলাবদ্ধতা। এ যেন ধুলাবালু আর জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। খরা হলে ঢাকার রাস্তাঘাট, ঘরবাড়ি, অফিস ভরে যাচ্ছে ধুলাবালিতে। গাড়ির কালো ধোঁয়াও এই ধুলাবালির সঙ্গে যুক্ত হয়ে ঢাকার বাতাসকে বিষাক্ত করে তুলছে। রাস্তা খোঁড়াখুঁড়ি, ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ধুলাবালুর মাত্রা বাড়ছে। এসব ধুলাবালুর কারণে অ্যাজমা, এলার্জি, শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধছে মানুষের শরীরে। এতে একদিকে মানুষের স্বাস্থ্য ব্যয় বাড়ছে। অন্যদিকে অকালে জীবন হারাচ্ছে অসংখ্য মানুষ।

এদিকে সামান্য বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বিশেষ করে নিম্নাঞ্চল, রাস্তাঘাট এমন কী মহল্লার ভিতরের ছোট ছোট রাস্তাও ভেসে যাচ্ছে বৃষ্টির পানিতে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ছেদ পড়ায় যেখানে-সেখানে জমছে বৃষ্টির পানি। যানবাহন ও মানুষের চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। সামান্য বৃষ্টি হলেই রাজধানীর ফার্মগেট, রাজারবাগ, মালিবাগ, রাজারবাগ, চৌধুরীপাড়া, রামপুরা, খিলগাঁও, বাসাবো, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, রায়েরবাগ, রায়েরবাজার, মগবাজার, মৌচাক, ফকিরাপুল, পল্টন, বাড্ডা, উত্তরখান, দক্ষিণখান, নিউমার্কেট, কাওরান বাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। চলতি বছরের প্রথমদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় যে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে তা এখনো শেষ হয়নি। কোনো কোনো এলাকার রাস্তা খুঁড়ে সার্ভিস লাইনের পাইপ বসানো হয়েছে কিন্তু মাটি ফেলা হয়নি। ঢালাই দেওয়া হয়নি। আবার কোনো কোনো এলাকায় খোঁড়াখুঁড়ি এখনো চলছে। এর মধ্যে খিলগাঁও, বাসাবো, বাড্ডা, মালিবাগ, রামপুরা, বাড্ডা উল্লেখযোগ্য। কোনো কোনো এলাকায় পানির লাইনের কাজ করতে রাস্তা খোঁড়া হয়েছে তিন/চার মাস আগে। কাজ শেষ হলেও ঢালাই দেওয়া দূরের কথা, মাটি ভরাটও করা হয়নি। এতে রোদের সময় ধুলাবালু আর বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কাজ চলায় সে এলাকায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। এর সঙ্গে যুক্ত হয়েছে মেরুল বাড্ডা ও মধ্যবাড্ডায় নির্মাণাধীন ইউলুপের ভোগান্তি। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকাকে বাসযোগ্য পরিচ্ছন্ন ও সবুজনগরী করার চেষ্টা চলছে। ইতিমধ্যে অনেকগুলো কাজ সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া আরও অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে।

সর্বশেষ খবর