Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮

প্রকাশ : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩ অক্টোবর, ২০১৬ ২৩:৪০
নগর উদ্যানে উৎসবের আমেজ
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
নগর উদ্যানে উৎসবের আমেজ
কুমিল্লা নগর শিশু উদ্যানে দর্শনার্থীর ভিড়

কুমিল্লা নগর উদ্যানে এখন উৎসবের আমেজ। শিশুদের কলরবে মুখর চারদিক। এখানে বিকালে শিশুদের নিয়ে মা-বাবা ও অভিভাবকদের ঢল নামে। সম্প্রতি কুমিল্লা নগর উদ্যানকে নতুন রূপে সাজানো হয়েছে। বসানো হয়েছে স্লিপার, দোলনাসহ শিশুদের খেলার নানা সামগ্রী। নগর উদ্যানকে নতুন রূপে সাজানোর কারণে এখানে দর্শনার্থীর উপচে পড়া ভিড়। নতুন রূপে সাজানোর পর ১২ আগস্ট পার্কটি উদ্বোধন করা হয়। পার্কে ঘুরতে আসা অভিভাবকরা জানান, পার্কটি নতুন করে সাজানোর কারণে তারা শিশুদের নিয়ে ঘুরতে এসেছেন। শিশুদের সঙ্গে তারাও এ নিয়ে দারুণ খুশি। অথচ এক মাস আগে এটা ছিল একটি পরিত্যক্ত বাড়ির মতো। ভুলেও কেউ ঢুকত না। এ নিয়ে নগর পরিক্রমায়ও সংবাদ প্রকাশ হয়েছিল। কৃষিবিদ মো. গোলাম সারোয়ার ভূইয়া বলেন, নগরীর কোথাও শিশুদের নিয়ে বেড়ানোর জায়গা নেই। নগর উদ্যানটি সংস্কার হওয়ায় ছেলেকে নিয়ে ঘুরতে এসেছি। ছেলে নতুন নতুন রাইড চড়তে পেরে খুশি। পার্কটি রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষ যেন সচেষ্ট থাকে সেই আহ্বান জানাচ্ছি।

সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক আহ্বায়ক বদরুল হুদা জেনু বলেন, কুমিল্লায় শিশুদের বিনোদনের তেমন কোনো স্থান নেই। নগর উদ্যান সংস্কার একটি চমৎকার উদ্যোগ। এখানে শিশুদের সময় কাটানোর একটি ভালো পরিবেশের সৃষ্টি হয়েছে। এটির মতো কুমিল্লা চিড়িয়াখানার সংস্কারও জরুরি। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, নগর উদ্যানে বিভিন্ন প্রাণীর মডেল স্থাপিত হয়েছে। রয়েছে স্লিপার, দোলনা, গাড়ি, ঝরনাসহ নানা খেলনা। আমরা ভবিষ্যতে পার্কটিকে আরও সুন্দর করে সাজাব।

এই পাতার আরো খবর
up-arrow