মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অলিগলিতে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর অলিগলিতে আবার ব্যাটারিচালিত রিকশার বিপজ্জনক চলাচল শুরু হয়েছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে এসব রিকশা চলছে। ফলে, প্রায়ই দুর্ঘটনায় পড়ছে যাত্রীরা। নগরবাসীর নতুন আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে ব্যাটারিচালিত রিকশা। ট্রাফিক পুলিশ আছে নীরব ভূমিকায়। উল্লেখ্য, ২০১৪ সালের জুলাইয়ে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সব ধরনের ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করে হাইকোর্ট। এর আগে ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা মালিকদের বিভিন্ন সংগঠন তাদের পক্ষে লাইসেন্স চেয়ে স্ব স্ব সিটিতে আবেদন করেন। কিন্তু সিটি করপোরেশন লাইসেন্স না দিয়ে তাদের আবেদন ফেরত দেন। পরে লাইসেন্স দেওয়ার নির্দেশনা চেয়ে মালিক সংগঠনগুলো হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে কেন তাদের লাইসেন্স দেওয়া হবে না মর্মে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে আদালত। পরে সংশ্লিষ্টরা রুলের জবাব দেন। জবাবে তারা ‘ট্রাফিক কন্ট্রোল অ্যান্ড পাবলিক ভেহিকেলস বাই-লস’ অনুযায়ী ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশাকে লাইসেন্স দেওয়ার কোনো বিধান নেই বলে আদালতকে জানান। এরপর রিটের চূড়ান্ত শুনানি শেষে দুই মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করে হাইকোর্ট। বর্তমানে নগরীর বাবুবাজার, বনশ্রী আবাসিক এলাকা, উত্তরা আবাসিক এলাকা, মিরপুর শেওড়াপাড়া-কাজীপাড়া, উত্তরখান, দক্ষিণখান ও তেজগাঁয়ের অলিগলির বিভিন্ন রাস্তায় দাপট নিয়ে চলছে এসব রিকশা। ফলে আগের চেয়েও বেড়েছে দুর্ঘটনা, যানজট। দিন দিন বাড়ছে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা। এই বিপজ্জনক ব্যাটারিচালিত রিকশা চলাচল দ্রুত বন্ধ করার দাবি জানিয়েছেন নগরবাসী।

সর্বশেষ খবর