মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অবশেষে আসছে অ্যাসফল্ট প্ল্যান্ট মেশিন

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

অবশেষে আসছে অ্যাসফল্ট প্ল্যান্ট মেশিন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প অ্যাসফল্প প্ল্যান্ট মেশিন নানা প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে আসছে। শিগগিরই মেশিনটি নগরের সাগরিকা এলাকায় বসানো হবে। চসিকের যান্ত্রিক বিভাগ সূত্র জানায়, সড়ক সংস্কারের জন্য পাথর, বালু ও বিটুমিনের মিশ্রণ তৈরিসহ বিভিন্ন ধরনের উপকরণ অ্যাসফল্ট প্ল্যান্ট মেশিনে প্রস্তুত করা হয়। বর্তমানে নগরীর সাগরিকায় চসিকের মাত্র একটি অ্যাসফল্ট প্ল্যান্ট আছে। এ মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় ২৫ টন মিক্সার তৈরি করা যায়। ১২ কোটি টাকায় কেনা নতুন মেশিনে ঘণ্টায় ৮০ টন উপকরণ মিক্স করা যাবে। চসিকের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক বলেন, জার্মানির তৈরি এসফল্ট মিক্সিং ফ্ল্যান্টটি শিগগিরই আসবে। ইতিমধ্যে মেশিনের জন্য ৫০০ কেভির একটি জেনারেটর, মেশিনের অপারেটরসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মেশিনটি পূর্ণাঙ্গ রূপে চালু হলে নগরের সড়ক সংস্কারে বিটুমিন মিক্সের যে সমস্যা ছিল তা সম্পূর্ণ নিরসন হবে। চসিক সূত্র জানায়, ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রকল্পটি অনুমোদিত হয়। প্ল্যান্টে উৎপাদিত মিক্সার বহনের জন্য ১০ টন ও ৩ টন ধারণক্ষমতার দুটি ডাম্প ট্রাক, একটি টায়ার রোলার ও একটি ভাইব্রেটরি রোলারও কেনা হচ্ছে।

জানা যায়, চসিকে একটি অ্যাসফল্ট প্ল্যান্ট হওয়ায় সড়ক সংস্কারে নানাভাবে হিমশিম খেতে হয়। মূল সড়কগুলো জোড়াতালি দিয়ে ঠিক রাখা হলেও অধিকাংশ উপ-সড়কের অবস্থা অত্যন্ত বেহাল। একদিকের সড়কের সংস্কার কাজ শেষ না হতেই অন্যদিকে বেহাল হয়ে পড়ছে। বর্ষা মৌসুমে নগরীর অধিকাংশ উপ সড়ক খানাখন্দ ও ছোট-বড় গর্তে ভরপুর। বর্তমানে চসিকের ৪১ ওয়ার্ডে মোট সড়ক আছে এক হাজার ৪৯ দশমিক ২২ কিলোমিটার। এর মধ্যে পিচ ঢালাই সড়ক আছে ৫৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৮৯১টি। কংক্রিটের আছে ২৭৩ কিলোমিটার দৈর্ঘ্যের এক হাজার ২৭টি। ইটের সড়ক আছে ৯ হাজার ৪১২ কিলোমিটার দৈর্ঘ্যের ২৯৪টি। কাঁচা সড়ক আছে ১২৭ কিলোমিটার দৈর্ঘ্যের ৪৯৭টি।

সর্বশেষ খবর