মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

চিকিৎসা উন্নয়নের আন্দোলন বরিশালে

রাহাত খান, বরিশাল

চিকিৎসা উন্নয়নের আন্দোলন বরিশালে

বরিশাল আধুনিক জেনারেল হাসপাতালের (সদর) চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আন্দোলনে যাচ্ছে নাগরিক সমাজ। এ লক্ষ্যে গঠন করা হয়েছে ৫১ সদস্যের ‘বরিশাল সদর হাসপাতাল সংরক্ষণ ও উন্নয়ন কমিটি’। গত বৃহস্পতিবার বিকালে নগরীর আবদুল খালেক খান মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর হাসপাতালের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চার দফা দাবি উপস্থাপন এবং দাবি আদায়ে এই কমিটি গঠিত হয়। দাবিগুলো বাস্তবায়নের জন্য গঠিত কমিটির নেতৃত্বে খুব শিগগিরই আন্দোলনে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দাবিগুলো হচ্ছে, সদর হাসপাতাল পরিচালনার দায়িত্ব সিভিল সার্জনের পরিবর্তে আগের মতো শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে হস্তান্তর, হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা, অপারেশন থিয়েটারের জনবল সংকট দূর করে নিয়মিত অপারেশনের ব্যবস্থা করা এবং উন্নত চিকিৎসা বিভাগ চালু ও নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা। উন্নয়ন সংগঠক কাজী এনায়েত হোসেন শিপলু জানান, গত বৃহস্পতিবার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করতে বক্তারা উল্লেখিত দাবিগুলো উপস্থাপন করেন। সভায় দাবিগুলো বাস্তবায়নের জন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষকে আহ্বায়ক, শিক্ষক নেতা অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুলকে যুগ্ম আহ্বায়ক এবং উন্নয়ন সংগঠক কাজী এনায়েত হোসেন শিপলুকে সদস্য সচিব করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমাজসেবী ও শিক্ষানুরাগী বিজয় কৃষ্ণ দে। অন্যদের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল, কাজল ঘোষ, অ্যাডভোকেট মহসিন মন্টু, রহিমা সুলতানা কাজল, কাজী এনায়েত হোসেন শিপলু, অধ্যক্ষ আমিনুল ইসলাম খোকন, অধ্যাপক নজরুল হক নীলু, কামাল উদ্দিন কবির, নুরুল আলম ফরিদ, কোহিনূর বেগম, মো. মজিবুর রহমান ও শুভঙ্কর চক্রবর্তী প্রমুখ।

সর্বশেষ খবর