মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সিলেটে অলিগলিতে সিসি ক্যামেরা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে অলিগলিতে সিসি ক্যামেরা

সিলেট মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) লাগিয়ে সুফল পেয়েছেন সংশ্লিষ্টরা। এবার তাই পুরো নগরীতেই সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন (সিসিক)। অপরাধী শনাক্তকরণ এবং যানজট নিয়ন্ত্রণ করতেই মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডে সিসিকের উদ্যোগে লাগানো হবে সিসি ক্যামেরা। জানা যায়, সম্প্রতি সিলেট মহানগরীর বন্দরবাজার, তালতলা, জিন্দাবাজার, চৌহাট্টা, সোবহানিঘাটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে মহানগর পুলিশের সহযোগিতায় সিসি ক্যামেরা লাগায় সিটি করপোরেশন। প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে মহানগরীর ৯টি পয়েন্টে ২২টি ক্যামেরা বসানো হয়। তার মধ্যে ৮টি পিডিজেড এবং ১৪টি ভেরি ফোকাল পয়েন্ট সিসি ক্যামেরা লাগানো হয়। সিলেট মহানগর পুলিশের কন্ট্রোল রুম থেকে এসব সিসি ক্যামেরা মনিটরিং করা হয়।সংশ্লিষ্টরা বলছেন, সিলেট নগরীর বিভিন্ন স্থানে প্রায় সময়ই যেসব অপরাধ সংঘটিত হয়, প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা না পাওয়ায় সেসব অপরাধীদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে সিসি ক্যামেরা সুফল বয়ে এনেছে, চিহ্নিত করা সম্ভব হচ্ছে অপরাধীদের। এ ছাড়া নগরীতে যানজট নিত্যদিনের সমস্যা। এ সমস্যা কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখতে সিসি ক্যামেরা দেখে পুলিশ কন্ট্রোল রুম থেকে মাঠে দায়িত্বরত ট্রাফিক পুলিশদের নির্দেশনা দেওয়া হয়। এসব ক্ষেত্রে সুফল পাওয়ায় মহানগরীর ২৭টি ওয়ার্ডের প্রত্যেকটিতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। এসব ওয়ার্ডের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা লাগানো হবে।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, সিলেট মহানগরীর প্রত্যেকটি ওয়ার্ডে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা লাগানোর সুফল পাওয়া গেছে। এ জন্য পুরো নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনতে সিটি করপোরেশনকে সহায়তা করবে পুলিশ।

সর্বশেষ খবর