মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

হাসপাতালে শয্যা সংকটে ভোগান্তি

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

হাসপাতালে শয্যা সংকটে ভোগান্তি

কুমিল্লা নগরীর দুটি সরকারি হাসপাতালে শয্যা সংকটে ভোগান্তিতে পড়েছে রোগীরা। শয্যা না পেয়ে তাদের থাকতে হচ্ছে ফ্লোরে। সম্প্রতি নগরীর উত্তরাঞ্চল বিষ্ণপুর, ভাটপাড়া ও কালিয়াজুরী এলাকায় দেড় শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হলে তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। সরকারি কুমিল্লা জেনারেল হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে খারাপ অবস্থা কুমিল্লা জেনারেল হাসপাতালের। নগরীর ৫ লক্ষাধিক লোক এবং জেলার ৬০ লাখ লোকের প্রধান ভরসাস্থল কুমিল্লা জেনারেল হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। গত ৩১ অক্টোবর থেকে বিষ্ণপুর, ভাটপাড়া ও কালিয়াজুরী এলাকা থেকে ডায়রিয়া আক্রান্ত লোকজন এই দুটি হাসপাতালে ভর্তি হলে সেখানে শয্যা সংকট দেখা দেয়। জেনারেল হাসপাতালে ৬টি শয্যা থাকলেও রোগী ভর্তি হয় ৩০ জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি শয্যা থাকলেও ভর্তি হয় দ্বিগুণ রোগী। কালিয়াজুরী মাজার সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ী সেন্টু মিয়া জানান, তার স্ত্রী নুরুন নাহার প্রথমে ডায়রিয়ায় আক্রান্ত হন। তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনিও আক্রান্ত হন। বেড না পেয়ে তাদের ফ্লোরে চিকিৎসা নিতে হয়। কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সালাউদ্দিন মাহমুদ বলেন, আমাদের শয্যা সংকট আছে। ভবনটিও ছোট। এটি সম্প্রসারণ এবং শয্যা বাড়ানো প্রয়োজন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী জানান, যে শয্যা আছে তা দিয়ে চালিয়ে নেওয়া যাচ্ছে। তবে জরুরি অবস্থায় রোগী বেড়ে গেলে বেকায়দায় পড়তে হবে।

সর্বশেষ খবর