মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সচিবালয়ের দেয়াল ঘেঁষে গণশৌচাগার

মানিক মুনতাসির

সচিবালয়ের দেয়াল ঘেঁষে গণশৌচাগার

প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে গণশৌচাগার। প্রস্রাবের দুর্গন্ধে সচিবালয়ের রাস্তায় নাকে রুমাল চেপে চলাফেরা করছেন পথচারীরা। সচিবালয়ে থাকে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের লোকজন। চারদিক পাহারায় থাকে সশস্ত্র পুলিশ। কিন্তু দেখার কেউ নেই।

সচিবালয়ের চারপাশ ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। সচিবালয়ের পূর্বপাশের দেয়াল ঘেঁষে সারাক্ষণ পুলিশ থাকলেও তাদের সামনেই অহরহ মূত্র ত্যাগ করছেন পথচারীরা। জাতীয় প্রেসক্লাবের উল্টোদিকের দেয়াল সংলগ্ন সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের পাশে তো সারাক্ষণই জমে থাকছে মানুষের প্রস্রাব। দিনের প্রায় সব সময়ই ওই স্থানে মূত্র ত্যাগ করছেন পথচারীরা। এতে একদিকে পরিবেশ দূষিত হচ্ছে। অন্যদিকে স্যাঁতসেঁতে হয়ে  রয়েছে। অহরহ উড়ছে মশা মাছি। ছড়াচ্ছে জীবাণু।

এদিকে পল্টন মোড় থেকে প্রেসক্লাবগামী রাস্তার ফুটপাথে নিরাপত্তার অজুহাতে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। ওই ব্যারিকেডের সুযোগ নিয়ে পল্টন পুলিশ বক্স আর সচিবালয়ের প্রাচীর সংলগ্ন স্থানে স্থায়ী শৌচাগার গড়ে উঠেছে। পথচারী এবং রিকশাচালকরা হরহামেশাই এখানে মূত্র ত্যাগ করছে।

অন্যদিকে ফুটপাথে প্রবেশদ্বার বন্ধ থাকায় পথচারীরা ঝুঁকি নিয়ে প্রধান রাস্তার ওপর দিয়ে চলাফেরা করছেন প্রতিনিয়ত। পুলিশ দেখেও না দেখার ভান করছে। সচিবালয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের কর্মকর্তারাও এ বিষয়টি উপেক্ষা করছেন। কেউ কোনো উদ্যোগ নিচ্ছেন না এমন অযাচিত শৌচাগার বন্ধে। আবার এই উৎকট, ঝাঁঝালো দুর্গন্ধে অদূরেই নাকে রুমাল চেপে দায়িত্ব পালন করছে পুলিশ বাহিনীর সদস্যরা।

সর্বশেষ খবর