মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পশ্চিম মালিবাগের ভোগান্তি ভাঙা রাস্তা ও স্যুয়ারেজ

নিজস্ব প্রতিবেদক

পশ্চিম মালিবাগের ভোগান্তি ভাঙা রাস্তা ও স্যুয়ারেজ

রাজধানীর পশ্চিম মালিবাগের বাসিন্দারা একটি ভাঙা রাস্তা ও স্যুয়ারেজের ময়লার মধ্যে যাতায়াত করছে গত চার বছর ধরে। আবর্জনাময় রাস্তার কারণে মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করাও কঠিন হয়ে পড়েছে এলাকাবাসীর জন্য। রাস্তাটি ব্যস্ত রামপুরা রোড এবং মগবাজার ডাক্তার গলির মধ্যে সংযোগকারী হওয়ায় প্রতিদিন অসংখ্য গাড়ি ও রিকশা যাতায়াত করে এবং দুর্ঘটনায় পড়ে। রাস্তাটির পূর্বে দক্ষিণ সিটি করপোরেশন এবং পশ্চিম পাশে মগবাজার অর্থাৎ উত্তর সিটি করপোরেশন হওয়ায় নো-ম্যানস ল্যান্ডে পড়ে উপেক্ষিত এলাকাবাসী কঠিন ভোগান্তিতে পড়েছেন। এলাকাবাসী দক্ষিণ সিটি করপোরেশনকে কর দেওয়ার কারণে দক্ষিণের সিটি মেয়র সাঈদ খোকনের কাছে প্রায় ২০০ গজ লম্বা রাস্তাটি পুনঃনির্মাণ ও স্যুয়ারেজ ব্যবস্থার উন্নয়নের আবেদন জানিয়েছেন। আবেদনকারীরা হলেন, মো. শাহজাহান, মো. নূরুল আলম, মো. বজলুর রহমান, এ বি এম গোলাম জিলানী, জহির উদ্দীন, আলহাজ মো. জাহাঙ্গীর আলম, মো. মিজানুর রহমান, ড. অনুপম দাশ বর্মণ, রেজাউর রহমান, নৃপেন পোদ্দার, মো. মতিনুর রহমান খান, মো. আবুল কালাম, মফিজুল ইসলাম সরদার, ইমতিয়াজ আহমেদ খান প্রমুখ।   

সর্বশেষ খবর