মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

গাজীপুর সিটিকে দুই ভাগে বিভক্তের দাবি

আফজাল, টঙ্গী

গাজীপুর সিটিকে দুই ভাগে বিভক্তের দাবি

রাজধানীর নিকটবর্তী দেশের সর্ববৃহৎ গাজীপুর সিটি করপোরেশনে প্রায় ৩০ লাখ মানুষের বাস। ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটির আয়তন মাত্র ১৩০ বর্গ কিলোমিটার। আর গাজীপুর সিটির আয়তন ৩২৯.৯ বর্গ কিলোমিটার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে ঢাকা সিটিকে উত্তর ও দক্ষিণে দুই ভাগে বিভক্ত করেছেন। ঠিক তেমনি সেবার মান বাড়াতে গাজীপুর মহানগরকেও দুই ভাগে বিভক্ত করে গাজীপুর উত্তর ও দক্ষিণ সিটিতে রূপান্তরের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাছাড়া এত বড় সিটির দায়িত্ব পালন করতে গিয়ে অনেকটাই হিমশিম খেতে হয় মেয়রকে। সরেজমিন ঘুরে জানা যায়, দুটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে ৩২৯.৯ বর্গ কিলোমিটার আয়তনে ৫৭টি ওয়ার্ডে গঠিত গাজীপুর সিটি। অনেক আন্দোলন সংগ্রামের পর ২০১৩ সালের জানুয়ারির প্রথম দিকে গাজীপুরকে সিটি হিসেবে উন্নীত করা হয়। দেশের সর্ববৃহৎ এই সিটি করপোরেশনের জনগণের সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে ঢাকা সিটির মতো গাজীপুরকেও দুই ভাগে বিভক্ত করার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। টঙ্গী দত্তপাড়া এলাকার ব্যবসায়ী আজিজুর রহমান প্রিন্স বলেন, গাজীপুর সিটি করপোরেশনকে দুই ভাগে বিভক্ত করা হলে অবশ্যই জনগণের সেবার মান বাড়বে। তাই এটা হওয়াই উচিত। অপর স্থানীয় বাসিন্দা শাহ আলম ও আবদুল আলীম বলেন, গাজীপুর সিটিকে দুই ভাগে বিভক্ত করা হলে আমাদের সেবার মান আরও বাড়বে। সিটি নির্বাচনের সময় দলীয় একাধিক প্রার্থী নিয়ে দলের হাইকমান্ড মনোনয়নের ক্ষেত্রে বিড়ম্বনায় পড়েন। দুটি সিটি হলে সেই ঝামেলা হয়ত থাকবে না। ৫৬ নং ওয়ার্ডের নির্বাচিত এক কাউন্সিলর বলেন, বাংলাদেশের সবচাইতে বড় সিটি হলো গাজীপুর। তাই এই সিটিকে যদি দুই ভাগে ভাগ করা হয়, তাহলে সাধারণ মানুষের সেবার মান আরও বাড়বে। টঙ্গী মিল গেট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. মনির আহম্মেদ বলেন, গাজীপুর উত্তর ও দক্ষিণ সিটি হিসেবে রূপান্তরিত হলে গাজীপুরের মানুষ নাগরিক সুবিধা অবশ্যই বেশি পাবে। এত বিশাল এলাকা নিয়ে গাজীপুর সিটি করপোরেশন দুই ভাগে বিভক্ত হোক এটা সবাই চায়।

সর্বশেষ খবর