মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সড়ক ফুটপাথ দখল করে ঝুটের গোডাউন

আফজাল, টঙ্গী

সড়ক ফুটপাথ দখল করে ঝুটের গোডাউন

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে হাজার হাজার ঝুটের গোডাউন। সড়কের ওপর গড়ে ওঠা এসব ঝুটের গোডাউন ও ভুঁইফোড় সংগঠন থাকায় সড়ক ফুটপাথ বেদখল হয়ে আছে। সরকারি দলসহ অন্য দলের লোকজনও নামে বেনামে লিজ কিংবা লিজের দোহাই দিয়ে সড়কের জায়গা দখল করে ঝুট ও বর্জিত তুলা ব্যবসা চালাচ্ছে। এ ছাড়া শিল্প প্রতিষ্ঠানের পাশে ঝুটের গোডাউন থাকায় প্রায়ই অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটছে। সরেজমিন ঘুরে জানা যায়, টঙ্গীর মাছিমপুর, হিমারদীঘি, পিনাকি রোড, হোসেন মার্কেট, মিল গেট, আরিচপুর, গাজীপুরা, জয়দেবপুর, কাশেমপুর, কোনাবাড়ি, পূবাইল মিরের বাজারসহ বিভিন্ন স্থানে সড়ক কিংবা ফুটপাথ দখল করে ঝুটের গোডাউন, ভুঁইফোড় সংগঠন ও দোকানপাট নির্মাণ করে দখলদাররা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে। দখলকারীদের মধ্যে রয়েছে মিল গেট সুন্দর আলী রোডে মঙ্গলের বোন শিমা, আনোয়ার, জামাল, সোনালী টোব্যাকো রোডে মাসুম, কবির, সিদ্দিক, আলামিন, আনিসুর রহমান, বখতিয়ার, জুলমত আলী রোডে, জালাল, জাফর, নজির মিয়া, ইব্রাহিম, মিল গেট নামা বাজার তুসুকা রোড আনোয়ার হোসেন এলু, অলিউল্লাহ, বিএনপি নেতা আবু, রফিক, সফি, সুরু মিয়া, আমানসহ অনেকে। এ বিষয়ে তুলা ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বলেন, আমার ডিআইটি প্লটের সামনের জায়গা দখল করে আমি গোডাউন করেছি। যদি সিটি করপোরেশন লিজ দেয় তাহলে লিজ নেব। আর যদি ভেঙে দেয় তাতে আমার কোনো আপত্তি নেই। আরেক ব্যবসায়ী আবদুল আলিম বলেন, সড়কের পাশে সিটি করপোরেশনের পরিত্যক্ত জায়গা পড়ে আছে। তা ক্ষুদ্র ব্যবসায়ীদের লিজের মাধ্যমে দিলে অনেকেই উপকৃত হতো। সোনালী টোব্যাকো লি: এর এক কর্মকর্তা বলেন, আমাদের কারখানা ঘেঁষে অবস্থিত ঝুটের গোডাউন থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আমাদের প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শিল্প প্রতিষ্ঠান ঘেষে ঝুট কিংবা তুলার গোডাউন থাকায় সব সময় আগুন আতঙ্কে থাকি।

গাজীপুর সিটির মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ বলেন, কতিপয় ব্যবসায়ী সড়কের জায়গা দখল করে ঝুটের গোডাউন নির্মাণ করে নিজেদের ব্যবসা পরিচালনা করছেন। এতে ওই সড়ক সংকুচিত হয়ে পথ ও যানচলাচলে বিঘ্ন ঘটছে। তাই এলাকাবাসীর দাবিতে ও নগরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইতিমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এই নগর আমার আপনার সবার, তাই উচ্ছেদে কোনো বাধা না দিয়ে নগরীর সৌন্দর্য বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর