মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রতিবন্ধীরা এখন উৎপাদনের সহযোগী

আফজাল, টঙ্গী

প্রতিবন্ধীরা এখন উৎপাদনের সহযোগী

প্রতিবন্ধীরাও একজন মানুষ— সেই দৃষ্টিকোণ থেকে গাজীপুরে প্রতিবন্ধীদের পাশে এগিয়ে আসতে শুরু করেছেন গার্মেন্ট মালিকরা। প্রতিষ্ঠান মালিকরা কেউ সাদাছড়ি বিতরণ, হুইল চেয়ার বিতরণ, আর্থিক অনুদান প্রদান আবার চাকরির সুযোগ সৃষ্টিসহ বিভিন্নভাবে প্রতিবন্ধীদের সহযোগিতা করছেন। গাজীপুরের বিভিন্ন কারখানায় চাকরি করছে প্রতিবন্ধীরা। প্রতিবন্ধীদের চাকরি পাওয়ার পেছনে কাজ করছে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) নামে একটি সংস্থা।

টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন কারখানায় এখন কাজ করছে প্রতিবন্ধীরা। শিল্প-মালিকদের উদ্যোগের কারণে প্রতিবন্ধী শ্রমিকরা জীবিকা নির্বাহের সন্ধান পেয়েছে। গাজীপুরের গাছা বঙ্গবন্ধু কলেজের পাশে টিআরজেট গ্রুপ, টঙ্গীর ভাদাম এলাকায় এনোনটেক্স গ্রুপ, পিনাকী গ্রুপ, অ্যামট্রানেট গ্রুপ, বিসিক নর্দান করপোরেশন, গাজীপুরা এলাকায় এলউসাইন গ্রুপ, বড়বাড়ী ইন্টারফেট, আয়েশা লি., ভেস্ট গার্মেন্টস লি., চৌরাস্তায় পুশমী সোয়েটার, কেয়া কসমেটিকস লি.সহ বেশকিছু গার্মেন্টস কারখানায় কাজ করছে প্রতিবন্ধী শ্রমিকরা। প্রতিবন্ধী শ্রমিক রেখা আক্তার বলেন, টিআরজেট কারখানা কর্তৃপক্ষ প্রতিবন্ধী শ্রমিকদের চাকরির পাশাপাশি বিভিন্ন সময় সাদাছড়ি ও হুইলচেয়ার দিয়ে থাকে। এতে আমরা খুব খুশি। ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বার্ডোর নির্বাহী পরিচালক সাঈদুল হক বলেন, আমাদের কাছে যেসব প্রতিবন্ধীরা আসে তাদের গার্মেন্টস মালিকদের সঙ্গে আলোচনা করে কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজে নিয়োজিত করছি। টিআরজেট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর রশিদ বলেন, আমরা কারখানা নির্মাণের শুরুতেই প্রতিবন্ধীদের চলাচলে আলাদা ব্যবস্থা রেখেছি। ইতিমধ্যে আমার কারখানায় প্রায় ২০ জন প্রতিবন্ধী শ্রমিক কাজ করছে। এনোনটেক্স কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুছ বাদল বলেন, আমরা প্রতিবন্ধীদের চাকরি দেওয়ার পাশাপাশি অন্য প্রায় চার হাজার শ্রমিককে বিনামূল্যে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি এবং নামমাত্র মূল্যে ওই শ্রমিকদের মাঝে খাবার পরিবেশন করছি। আমাদের প্রতিষ্ঠান সব সময় প্রতিবন্ধীদের পাশে আছে।

সর্বশেষ খবর