মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বেহাল স্বাধীনতা পার্ক

রাহাত খান, বরিশাল

বেহাল স্বাধীনতা পার্ক

ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়ক। ব্যস্ততম এই মহাসড়কের পাশে নগরীর দক্ষিণ আলেকান্দায় রয়েছে ‘স্বাধীনতা পার্ক’। পার্কে বিনোদন করতে আসেন অনেক মানুষ। পার্কের চারপাশে ওয়াকওয়ে। রাত দিনের অধিকাংশ সময়ই এখানে হাঁটতে আসেন বিভিন্ন বয়সের মানুষ। কিন্তু এক মাসেরও বেশি সময় ধরে পার্কের পাশে বসানো হয়েছে দুটি বিটুমিন মিক্সিং প্লান্ট। জ্বালানিনির্ভর ওই মেশিন দুটি চলার সময় মোটানালে বের হয় ধোঁয়ার কুণ্ডলী। এছাড়া মিক্সিংয়ের জন্য সেখানে রাখা হয়েছে স্টোনস চিপস (পাথর)। পাথর উঠানো-নামানোর ধুলো এবং মিক্সিং প্লান্টের ধোঁয়ার কুণ্ডলীর কারণে ওই এলাকায় পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। ধোঁয়ার তীব্রতায় মরে যেতে বসেছে পার্কের সৌন্দর্যবর্ধনকারী ১০টির অধিক ঝাউগাছ। ধোঁয়া এবং ধুলোবালির কারণে পার্কের ওয়াকওয়েতেও কমে গেছে হাঁটতে আসা মানুষের সংখ্যা। পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হীরা সরদার জানান, মিক্সিং মেশিনের অনবরত ধোঁয়ার কারণে ১২ থেকে ১৪টি ঝাউগাছ বিবর্ণ হয়ে গেছে। গাছগুলো মরে যেতে বসেছে। ধোঁয়া এবং ধুলোর কারণে পার্কের দর্শনার্থী এবং হাঁটতে আসা মানুষের সংখ্যাও কমে গেছে। এর একটি প্রতিকার হওয়া উচিত। সিটি মেয়র আহসান হাবিব কামাল বলেন, যেখানে মিক্সিং মেশিন বসানো হয়েছে, ওই জায়গাটা সিটি করপোরেশনের মালিকানাধীন নয়। জায়গাটুকুর মালিক সড়ক ও জনপথ বিভাগ। তিনি বলেন, সেখানে ঠিকাদার মিক্সিং মেশিন বসিয়েছে। ওই মিক্সং মেশিন দিয়ে নগর উন্নয়নের কাজ করা হচ্ছে। এছাড়া সুবিধাজনক কোনো স্থান পাওয়া যায়নি মেশিনটি বসানোর মতো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর