মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নারী যাত্রীর বিড়ম্বনা

নারী যাত্রীর বিড়ম্বনা

রাজধানীতে চলাচলকারী সিটি সার্ভিসের বাসে নিয়ম অনুযায়ী নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষণ করার কথা।

মিনিবাসে পাঁচটি এবং ৫২ আসনের বড় বাসে নয়টি আসন সংরক্ষিত থাকার কথা। কিন্তু অনেক বাসেই তা সঠিকভাবে সংরক্ষণ করা হয় না। আবার মহিলাদের জন্য আসন চিহ্নিত করা থাকলেও পুরুষ যাত্রীরা সেটি দখল করে রাখেন।

মহিলারা যাতায়াত করেন দাঁড়িয়ে। ভিড়ের বাসে খুব অস্বস্তিকর পরিস্থিতি এটি। এদিকে বাসে ওঠার সময়ও ধাক্কাধাক্কিতে নাজেহাল হতে হয় তাদের। রাজধানীতে নারীবান্ধব গণপরিবহন গড়ে ওঠা আর কতদূর? 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর