মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গাজীপুরে আধুনিক মানের ডাম্পিং পয়েন্ট

আফজাল, টঙ্গী

গাজীপুরে আধুনিক মানের ডাম্পিং পয়েন্ট

গাজীপুর সিটি করপোরেশনে প্রতিটি ওয়ার্ডে নির্মিত হচ্ছে আধুনিক মানের সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট। পরিবেশবান্ধব এসব ডাম্পিং পয়েন্টে রাখা ময়লা দুর্গন্ধ ছড়াবে না, এমনকি দেখা পর্যন্ত যাবে না। হঠাৎ দেখলে কেউ বুঝতেও পারবে না এই ডাম্পিং পয়েন্টে ময়লা রাখা হয়েছে। সন্ধ্যা ঘনিয়ে এলেই ওয়ার্ডের সব ময়লা-আবর্জনা এই ডাম্পিং পয়েন্টে রাখা হবে।

সিটি করপোরেশন প্রতিটি ওয়ার্ডে নির্মাণ করছে এসব ডাম্পিং পয়েন্ট। নগরীর ৪৪ নং ওয়ার্ড সাতরং রোড এলাকায় প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট। টেকসই আরসিসি রাস্তা নির্মাণের পাশাপাশি এসব ডাম্পিং পয়েন্ট করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা শাহ-আলম ফরাজী মেয়রের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ডাম্পিং পয়েন্টে যদি ময়লা রাখা হয় তাহলে দুর্গন্ধ ছড়াবে না। এতে এলাকাবাসী অনেকটাই দুর্গন্ধ থেকে রেহাই পাবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, গড়ে উঠুক দুর্গন্ধমুক্ত নগরী। ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর রিপন বলেন, যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ডাম্পিং পয়েন্টে ময়লা ফেললে অবশ্যই পরিবেশ দূষণ হবে না। নগরী আমার আপনার সবার, তাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে দূষণমুক্ত পরিবেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে মানুষের দুর্ভোগ লাঘবে কোটি কোটি টাকা ব্যয়ে টঙ্গীর বিভিন্ন এলাকায় টেকসই কংক্রিটের রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছি। যতদিন দায়িত্বে থাকব নগরীর উন্নয়নের চেষ্টা করব। সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট নির্মাণের মাধ্যমে দূষণমুক্ত নগর গড়ার চেষ্টা করছি।   

সর্বশেষ খবর