মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সড়ক দখল করে পার্কিং

আফজাল, গাজীপুর সিটি

সড়ক দখল করে পার্কিং

গাজীপুরে সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সড়ক দখল করে গাড়ি পার্কিং চলছে। সিটির নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে পার্কিং করছে পরিবহন মালিক শ্রমিকরা। আঞ্চলিক মহাসড়ক কিংবা শাখা সড়কে গাড়ি পার্কিং করা নিষেধ থাকলেও যত্রতত্র গাড়ি পার্কিং করে যানজটের সৃষ্টি করছে।

সরেজমিন ঘুরে জানা যায়, নগরীর বিভিন্ন এলাকায় মহাসড়কে কিংবা শাখা সড়কে গাড়ি পার্কিং করে রাখায় সিটি করপোরেশন কর্তৃক কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। এরমধ্যে টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক টঙ্গী স্টেশনরোড এলাকায় চম্পাকলি সিনেমা হলের পাশে সড়ক দখল করে বিআরটিসির বেশকিছু গাড়ি পার্কিং নিচ্ছে। এর বিপরীত পাশে এনা পরিবহন, বাদশা, পিপিএল, উত্তরা পরিবহনসহ শত শত গাড়ি থানার প্রবেশমুখে সড়কের জায়গা দখল করে পার্কিং করায় জনচলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। এ ছাড়া থানার পেছনে তালতলা রোড, মেঘনা রোড, পিনাকী রোড, ৪৬নং ওয়ার্ডে ইউনিলিভার, হকসহ বিভিন্ন কোম্পানি, টঙ্গী বাজার, টঙ্গী আনারকলি সিনেমা হলের বিপরীত দিকে মহাসড়কের জায়গা দখল করে শত শত পিক-আপ ভ্যান, ট্রাক, চেরাগ আলী, কলেজ গেট, বোর্ড বাজার, চৌরাস্তা, শিববাড়ি, মিরের বাজারসহ প্রতিটি এলাকার শাখা সড়কে ব্যক্তি মালিকানা, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন পরিবহনের গাড়ি সড়কের জায়গা দখল করে পার্কিং করে একদিকে যানজটের সৃষ্টি করছে, অপরদিকে রাস্তার ক্ষতি করে আসছে। স্থানীয় ব্যবসায়ী জালাল আহম্মেদ মাস্টার বলেন, টঙ্গী থানার পেছনে মেঘনা রোড, তালতলা রোড এই শাখা সড়কে পরিবহনের লোকজন গাড়ি পার্কিং করে চলাচলে দুর্ভোগ  ও রাস্তাগুলো সহজেই নষ্ট করে ফেলছে। পুলিশের রহস্যজনক ভূমিকার কারণেই এমনটি হচ্ছে বলে মনে করছেন তিনি। গাজীপুর সিটি মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, সড়কের ওপর গাড়ি পার্কিং করে যারা মাল লোড আনলোড করছে তাদের ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। এমনকি পরিবহন মালিকদের নিয়ে বৈঠক করে যানজট নিরসনে কোনো মতেই মহাসড়কে গাড়ি পার্কিং করা যাবে না এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর