মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে কঠোর পুলিশ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

ভাড়াটিয়ার তথ্য সংগ্রহে কঠোর পুলিশ

আতিয়া মহলের ঘটনা বড়সড় ধাক্কা দিয়ে গেছে সিলেটে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন, সবাইকে ভাবিয়ে তুলেছে পাঁচতলা এই ভবনের জঙ্গি আস্তানার বিষয়টি। আর এ কারণেই সিলেট মহানগরীতে জঙ্গিরা যাতে আবাস গড়তে না পারে, সে জন্য সব বাসার ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে পুলিশ। ভাড়াটিয়াদের তথ্য দিতে বাসার মালিকদের সময় বেঁধে দিচ্ছে পুলিশ। এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট ফরমও দেওয়া হচ্ছে। জঙ্গিরা যাতে বাসা ভাড়া নিয়ে অবস্থান করতে না পারে, এজন্য পুলিশ ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছে। সিলেট মহানগর পুলিশ সূত্র জানায়, নগরীর কোন বাসায় নতুন কোন ভাড়াটিয়া উঠছে, কারা বাসা ছেড়ে যাচ্ছে, এসব বিষয়ে তথ্য থাকলে সন্দেহভাজনদের ব্যাপারে খোঁজ নেওয়া সহজ হবে। এ ছাড়া পরিচয় লুকিয়ে কোনো ভাড়াটিয়া বাসায় উঠছে কিনা, তাও যাচাই করা যাবে। আতিয়া মহলে পরিচয় লুকিয়ে উঠেছিল জঙ্গিরা। এজন্য নগরীর আর কোনো বাসায় এমন ছদ্মবেশী রয়েছে কিনা, তা নিশ্চিত হতে চাইছে পুলিশ। আতিয়া মহলে অভিযান শেষ হওয়ার পরই নগরীর ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে জোর দিয়েছে পুলিশ। এ জন্য প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরদের সাহায্যও নেওয়া হচ্ছে। সিলেটের মহানগরীর অধিভুক্ত প্রত্যেক থানায় রাখা হয়েছে ভাড়াটিয়াদের বিশেষ ফরম। বাড়িওয়ালাদের থানা কিংবা স্থানীয় কাউন্সিলর অফিস থেকে ফরম নিয়ে ভাড়াটিয়াদের তথ্য সরবরাহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক বাড়িওয়ালা যাতে প্রশাসনের এই আহ্বানের কথা জানতে পারেন এবং সে অনুযায়ী তথ্য সরবরাহ করেন, এজন্য নগরীর প্রত্যেক পাড়া-মহল্লার মসজিদে ইমামদের মাধ্যমে শুক্রবার জুমার নামাজের পর বিশেষ বার্তা দেওয়া হয়েছে। ভাড়াটেদের তথ্য সংগ্রহের ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভাড়াটেদের তথ্য বাসার মালিকরা স্বেচ্ছায় থানায় পৌঁছে দেওয়ার নিয়ম রয়েছে। বাসার মালিকদের এ ব্যাপারে অনেক আগেই নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু অনেক বাসার মালিক তা মানছিলেন না।

কিন্তু আতিয়া মহলের ঘটনার পর এ বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কোনো জঙ্গি বা অপরাধী যাতে ছদ্মনামে নগরীর কোনো বাড়িতে অবস্থান করতে না পারে সেজন্য নতুন ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করা হচ্ছে। এতে সিটি করপোরেশনের কাউন্সিলররাও সহযোগিতা করছেন।

সর্বশেষ খবর