মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বৈশাখের বৃষ্টিতেই ডুবছে কুমিল্লা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

বৈশাখের বৃষ্টিতেই ডুবছে কুমিল্লা

বৈশাখের কয়েক দিনের বর্ষণে কুমিল্লা নগরীর অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার কর্মজীবী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ নগরবাসী। সরেজমিন ঘুরে দেখা যায়, নগরীর ডিসি রোড, কালিয়াজুরী মাজার রোড, নজরুল এভিনিউ, রানীর বাজার, ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ রোড, স্টেশনরোড, ইপিজেড এলাকা, ছাতিপট্টি, হাউজিং এস্টেট, কাটাবিল, রেসকোর্স, স্টেডিয়াম মার্কেট, বিসিক শিল্পনগরী, সংরাইশ, জগন্নাথপুর, পাথুরিয়াপাড়া, শুভপুর, সুজানগর, ধর্মপুর, টমছমব্রিজ, শাকতলা ও ঠাকুরপাড়ার বিভিন্ন নীচু এলাকা হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। যানবাহন চলাচলসহ স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া কোথাও বাসায় ড্রেনের ময়লা পানি ঢুকে পড়েছে। এদিকে গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি নির্বাচনের প্রধান দুই মেয়র প্রার্থীর ইশতেহারের প্রধান বিষয় ছিল জলাবদ্ধতা নিরসন। বিএনপির মনিরুল হক সাক্কু ও আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা বিজয়ী হলে জলাবদ্ধতা নিরসনে ব্যাপক পরিকল্পনা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। মনিরুল হক সাক্কু বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা নগরবাসীর। জলাবদ্ধতার বিষয়ে স্টেডিয়াম মার্কেট এলাকার ব্যবসায়ীরা জানান, সামান্য বৃষ্টিতে মার্কেট এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়। এতে দোকানের ভিতরে ইলেকট্রনিক মালামালে পানি লেগে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

সুজন কুমিল্লার যুগ্ম সাধারণ সম্পাদক মায়মুনা আক্তার রুবী বলেন, জলাবদ্ধতা কুমিল্লা নগরবাসীর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা না হলে কুমিল্লাবাসী এ অভিশাপ থেকে মুক্তি পাবে না। কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপ বড়ুয়া বলেন, জলাবদ্ধতা নিরসনে আমরা ড্রেনের রুটিন ওয়ার্কগুলো করছি। এ ছাড়া টমছম ব্রিজের দিকের বড় খালও পরিষ্কার করছি। মেয়র সাহেব দায়িত্ব নেওয়ার পর জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্প হাতে নেওয়া যাবে।

সর্বশেষ খবর