মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

আটতলা নগর ভবন হচ্ছে ৯ কোটি টাকায়

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

আটতলা নগর ভবন হচ্ছে ৯ কোটি টাকায়

রংপুর সিটি করপোরেশন চত্বরে অত্যাধুনিক আটতলা নগর ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৩৩ লাখ টাকা। ইতিমধ্যে ভবনের প্রথম তলার ছাদ ঢালাই হয়ে গেছে। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৮ জুন রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়। এরপর থেকে তিনতলা পৌরসভা ভবনেই সিটি করপোরেশনের সব কার্যক্রম চলছে। সিটি করপোরেশন হওয়ার পর অনেক কর্মকর্তার পদ সৃষ্টি হয়েছে। সে তুলনায় দফতর নেই। একই কক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের বসে কাজ করতে হচ্ছে। ছোট একটি কক্ষেই ৩৩ জন সাধারণ ও ১১ জন নারী কাউন্সিলর গাদাগাদি করে কাজ করছেন। ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাফিজ আহমেদ ছুট্টু বলেন, এক টেবিলে ৩-৪ জন কাউন্সিলর কাজ করছেন। লাইসেন্স কর্মকর্তা রাফিউর রহমান রাফি বলেন, জায়গা না থাকায় একই কক্ষে ৩২ জনকে নিয়ে কাজ করতে হচ্ছে। সিটি করপোরেশন মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, একটি অত্যাধুনিক নগর ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ পাওয়া যাচ্ছিল না। অবশেষে নিজস্ব অর্থায়নে ভবন নির্মাণ শুরু করা হয়েছে।

সর্বশেষ খবর