শিরোনাম
মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭ ০০:০০ টা

সিসি ক্যামেরায় নিরাপদ নগরী

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

সিসি ক্যামেরায় নিরাপদ নগরী

রংপুর নগরীর গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করায় অপরাধ কমে এসেছে। ঈদ বাজারে এখন পর্যন্ত নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানুষ নিরাপদে কেনাকাটা করে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারছে। জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সূত্রে জানা গেছে, নগরীর জিলা স্কুল মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মুলাটোল পাকার মাথা, ধাপ চেকপোস্ট মোড়, ধাপের মোড়, মেডিকেল পূর্ব গেট, শাপলা চত্বর, সিটি বাজারের সামনে, কাচারি বাজার মোড়, কেরামতিয়া জামে মসজিদ মোড়, হনুমানতলা মোড়, জাহাজ কোম্পানি মোড়, সিটি বাজারের সামনে, মাহিগঞ্জ সাতমাথা মোড়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়, লালবাগ কৃষি খামারের সামনে এবং লালবাগ মোড় অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। এসব এলাকায় কখনো দিনে-রাতে ছিনতাইসহ নানা অপরাধ সংঘটিত হয়। ঈদের সময় এসব এলাকা ছিনতাইকারীর দখলে থাকে। অপরাধীরা অপরাধ ঘটিয়ে নির্বিঘ্নে চলাফেরা করলেও বেশির ভাগ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের শনাক্ত করতে পারে না। নিরাপদ নগরী গড়া ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে অপরাধপ্রবণ এসব এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। সম্প্রতি জিলা স্কুল মোড়ে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অপরাধপ্রবণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়। কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, গত রোজার ঈদে কেনাকাটা করে বাসায় ফেরার পথে লালবাগ মোড়ে সবকিছু ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। গত বৃহস্পতিবার ঈদের কেনাকাটা করে নির্বিঘ্নে ঘরে ফিরতে পেরেছি। সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, নিরাপদ নগরী গড়তেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এখন আর অপরাধ করে অপরাধীরা পার পাবে না। অপরাধীদের সহজেই শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা যাবে। পর্যায়ক্রমে পুরো নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিসি ক্যামেরা ভূমিকা রাখছে। ধরা পড়ার ভয়ে কেউ অপরাধ করার সাহস পাচ্ছে না। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো।

সর্বশেষ খবর