মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নগরীর উন্নয়ন কার্যক্রমে বিশৃঙ্খল অবস্থা

আফজাল, টঙ্গী

নগরীর উন্নয়ন কার্যক্রমে বিশৃঙ্খল অবস্থা

টঙ্গী ন্যাশনাল টিউব সড়কটির নির্মাণ কাজ বন্ধ রেখেছেন ঠিকাদাররা। দুর্ভোগের শিকার এলাকাবাসী ও শিল্প মালিকরা

থমকে গেছে গাজীপুর সিটির উন্নয়ন কার্যক্রম। সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর গত জুনের শেষের দিকে দায়িত্ব নেন নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান। পুনরায় দায়িত্ব গ্রহণের পর মেয়র মান্নান চিকুনগুনিয়ায় আক্রান্ত, নিয়মিত

অফিস না করা, স্বাক্ষরের অভাবে বিভিন্ন ফাইল আটকে পড়া, কোরাম সংকটের কারণে মাসিক সমন্বয় সভা না হওয়া— সব মিলিয়ে যেন বিশৃঙ্খল অবস্থায় পরিণত হয়েছে। অসুস্থ শরীর নিয়ে দেশের সর্ববৃহৎ গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব পালন করা মান্নানের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছে সংশ্লিষ্ট মহল। গাজীপুর সিটির নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান দায়িত্ব নেওয়ার পর গত এক মাসের মধ্যে এক সপ্তাহ ঠিকমতো অফিস করেননি। চিকুনগুনিয়ায় আক্রান্ত, আদালতে মামলার হাজিরাসহ বিভিন্ন কারণে তিনি নিয়মিত অফিস করেন না। অফিসের ফাইল বাসায় কিংবা হাসপাতালে স্বাক্ষর করেন। এতে করে নগর উন্নয়ন কার্যক্রমে সমস্যা হচ্ছে। এদিকে নগরীর ৫টি জোনের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী অনিয়ম দুর্নীতি আর গল্প-আড্ডা দিয়ে সময় পার করছেন। অন্যদিকে নগরীর ঠিকাদাররা টেন্ডার পেয়েও নির্মাণ কাজ করছেন না। আবার অনেকে বিল না পাওয়ার আশঙ্কায় চলমান কাজ বন্ধ রেখেছেন। ফলে থমকে গেছে নগর উন্নয়ন কার্যক্রম। এভাবে চলতে থাকলে নাগরিক সেবা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। অ্যামট্রানেট গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা ইমরুল কায়েস সুজন বলেন, ন্যাশনাল টিউব সড়কের নির্মাণ কাজ বন্ধ রাখায় আমাদের কারখানার মালবাহী গাড়ি আসতে পারছে না। এ ছাড়া থানার পাশের একটি সড়ক তাও ভাঙা। সিটি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না দেওয়ায় গার্মেন্ট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কাউন্সিলর বলেন, কাউন্সিলরদের সঙ্গে মেয়রের সমন্বয় না থাকায় মাসিক মিটিং হচ্ছে না। এতে অনেকটাই উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, মেয়র মান্নান দায়িত্ব নেওয়ার পর গত এক মাসে মাত্র কয়েক ঘণ্টা অফিস করেছেন। এ ছাড়া নগর উন্নয়নের কার্যক্রম বন্ধ রেখে অফিসকে দলীয় কার্যালয় বানিয়েছেন। আমি দীর্ঘ আড়াই বছর দায়িত্ব পালনকালে দল-মত নির্বিশেষে জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়ন কাজ করেছি। প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম বলেন, স্বাক্ষরের অভাবে  কোনো ফাইল আটকে নেই, ওনি চিকুনগুনিয়ায় অসুস্থ ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি। এ ব্যাপারে মেয়র অধ্যাপক এম এ মান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও অসুস্থ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর