মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বৃষ্টি হলেই ভাসে পুরান ঢাকা

মাহবুব মমতাজী

আধা ঘণ্টার বৃষ্টিতেই রাস্তার পানি গিয়ে ঢুকে পড়ে টাঙ্গাইল ভেরাইটিজ স্টোরের ভিতরে। তাই দোকানের মালামাল নিয়ে বিপত্তিতে পড়েছেন শরফুদ্দিন। ঘরের সব জিনিসপত্র বিছানার এক কোণায় স্তূপ করে রেখেছেন। আর এক কোণায় দুই সন্তান নিয়ে জড়ো হয়ে বসে পানি কমার প্রহর গুনছেন তার স্ত্রী চম্পা।

শুধু শরফুদ্দিন আর চম্পাই নয়, বৃষ্টি হলেই সৃষ্টি হওয়া জলজটে এ দুর্দশার কবলে পড়েন পুরান ঢাকার অসংখ্য পরিবার এবং শতাধিক দোকানদার। সরেজমিন ঘুরে দেখা যায়, জলাবদ্ধতার কারণে টিনশেড বাসাগুলোর গ্যাসের চুলাও তলিয়ে গেছে। ফলে ওই সব বাসার পরিবারগুলোকে রান্না বন্ধ করে দিয়ে শুকনো খাবার খেয়ে থাকতে হয়েছে। পুরান ঢাকার রায়সাহেব বাজার, ভিক্টোরিয়া পার্ক, লক্ষ্মীবাজার, নয়াবাজার, তাঁতীবাজার, বংশাল মোড়, গেন্ডারিয়ার সাধনা রোড, ঘুণ্টিগর, ধূপখোলা, দয়াগঞ্জ ও মীরহাজিরবাগের মোল্লাপাড়াতে জলাবদ্ধতায় নাকাল এলাকাবাসী। এসব এলাকার সড়কগুলোর কোথাও হাঁটু সমান পানি আবার কোথাও তার চেয়েও বেশি। আশপাশের টিনশেডের ঘরগুলোর বিছানা ছুঁই ছুঁই পানি জমেছে। দোকানের ফ্লোরে বৃষ্টির পানি প্রবেশ করাতে নষ্ট হয়ে গেছে ফ্রিজ, ডিপ ফ্রিজ, চাল, ডালসহ অন্যান্য পণ্যসামগ্রী।

সর্বশেষ খবর