মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মেরামতহীন বহদ্দারহাট নতুন ব্রিজ মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মেরামতহীন বহদ্দারহাট নতুন ব্রিজ মহাসড়ক

ষোলশহর রোড চট্টগ্রাম

বহদ্দার হাট থেকে নতুন ব্রিজ সড়কটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অংশ। নগরী থেকে দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলা এবং বান্দরবান ও কক্সবাজারের মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি। কিন্তু দীর্ঘদিন ধরেই এ সড়কে মেরামতের কোনো বালাই নেই। দেশের অন্যতম এই মহাসড়কের এক কিলোমিটার থেকে রাহাত্তারপুল হয়ে কালামিয়া বাজার পর্যন্ত বিছানো হয়েছে ইট।

সরেজমিন দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। গর্তে জমে পানি। এক কিলোমিটার, রাহাত্তারপুল, বাকলিয়া থানা, কালামিয়া বাজার, রাজাখালী ও শাহ আমানত সেতু সংযোগ সড়ক পর্যন্ত গর্তকে পাশ কাটিয়ে গাড়ি চালানো দায় হয়েছে। সড়ক ও জনপথ দোহাজারী বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, ‘সড়কটি নিয়ে দুটি প্রকল্প চলমান। তবে প্রকল্পগুলো চলছে ধীর গতিতে। ফলে সড়কের অবস্থা খারাপ। তাছাড়া সাম্প্রতিক অতিবৃষ্টির কারণেও রাস্তা অনেক ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্ষতিগ্রস্ত সড়ক সাময়িকভাবে ইটের টুকরো দিয়ে সংস্কার করা হচ্ছে।’

সর্বশেষ খবর