মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোধে রংপুর সিটি

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোধে রংপুর সিটি

চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোধে মশা নিধন কার্যক্রম শুরু করেছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। নগরীর বিভিন্ন এলাকায় নালা-নর্দমায় মশানাশক ওষুধ ছিটানো হচ্ছে। এছাড়া নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার জন্য নাগরিকদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করেন। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মশাবাহিত চিকুনগুনিয়া রোগের প্রকোপ দেখা দেয়। রংপুর নগরীকে চিকুনগুনিয়ামুক্ত রাখতেই মশা নিধন কার্যক্রম শুরু করে সিটি করপোরেশন। সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান মিজানুর রহমান মিজু বলেন, নগরীর আবাসিক ও বাণিজ্যিক এলাকাসমূহের নালা-নর্দমা এবং বস্তিতে মশানাশক ওষুধ ছিটানো হচ্ছে। এজন্য সিটি মেয়র প্রথম পর্যায়ে ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এ কার্যক্রমে ৩২ জন কর্মী চারটি ফগার মেশিন ও নয়টি স্প্রে মেশিন দিয়ে ওষুধ ছিটানোর কাজ করছেন। এছাড়া সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা তাদের কর্ম এলাকায় ঝোপ-জঙ্গল পরিষ্কার করছেন। মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, মশা নিধন কার্যক্রম শুরু করায় এখন পর্যন্ত নগরীর কোনো বাসিন্দা চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এরপরও কেউ চিকুনগুনিয়া ও ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে সিটি করপোরেশন তার পাশে দাঁড়াবে।

সর্বশেষ খবর