মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

খুলনার পাবলিক হল ধ্বংসস্তূপ!

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনার পাবলিক হল ধ্বংসস্তূপ!

যেখানে-সেখানে পলেস্তারা খসে পড়েছে। ফাটল ধরছে ভবনের ছাদ ও দেয়ালে। ভাঙা মঞ্চ-চেয়ার এখন ধুলো-ময়লায় একাকার। এভাবেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সভা-সমাবেশ করার একমাত্র অডিটরিয়াম জিয়া পাবলিক হল। জানা যায়, ১৯৯৩ সালে উদ্বোধনের কয়েক বছরের মধ্যে পাবলিক হলটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরিত্যক্ত হলটি ভেঙে সেখানে ২০ তলাবিশিষ্ট আধুনিক

মানের সিটি সেন্টার নির্মাণের উদ্যোগ নেয় খুলনা সিটি করপোরেশন। কিন্তু প্রায় ২৫০ কোটি টাকা স্থাপনা নির্মাণ ব্যয় করা সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয়। আবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও প্রকল্পটি বাস্তবায়নে সাড়া মেলেনি। ফলে মুখ থুবড়ে পড়েছে সিটি সেন্টার নির্মাণ প্রকল্পটি। জনউদ্যোগ, খুলনার আহ্বায়ক নাগরিক নেতা অ্যাডভোকেট কুদরত-ই খুদা বলেন, মহানগরীর শিববাড়ি মোড়ের পাবলিক হলটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে আছে। যার ফলে খুলনায় সভা-সেমিনার করার কোনো অডিটরিয়াম নেই। কিন্তু নগরায়ণের ক্ষেত্রে আধুনিক মানের এ ধরনের স্থাপনা এখন সময়ের দাবি। কেসিসির ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আকবার টিপু জানান, প্রায় দুই একর জমির ওপর পুরনো পাবলিক হলটি ভেঙে সেখানে বেজমেন্ট পার্কিংসহ অডিটরিয়াম, মাল্টিপারপাস হল, মিটিং রুম, কনভেনশন সেন্টার, সিনেপ্লেক্স, ফুড কোর্ট, শপিং সেন্টারসহ আধুনিক মানের সিটি সেন্টার নির্মাণের প্রকল্প নেওয়া হয়। এ খাতে প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু স্থাপনা নির্মাণ না করে তা ভিন্ন খাতে ব্যয় করা হয়েছে। কেসিসির মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি জানান, ‘খুলনায় নাগরিকদের দীর্ঘদিন ধরে সভা-সেমিনার করার উপযুক্ত জায়গা নেই। আমরা পুরনো পাবলিক হলটি পুনর্নির্মাণের চেষ্টা করেছি। কিন্তু উচ্চ পর্যায়ের মিটিংয়ে আমাদের বলা হয়েছে, যেহেতু এই টার্মে আপনার হাতে সময় নেই আর এই প্রকল্পের মেয়াদও শেষ তাই এটি এভাবে নির্মাণের দরকার নেই।’

এদিকে পুরনো জিয়া পাবলিক হলটি কয়েক বছরের মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কারণ খুঁজে বের করার দাবি তুলছেন কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক এমপি। তিনি বলেন, এ ধরনের একটি স্থাপনায় ৫০ বছরের মধ্যে হাত দেওয়া লাগবে না। যারা এই ভবন নির্মাণে দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সম্প্রতি সংবাদ সম্মেলন করে নাগরিক সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে বহুতল এই সিটি সেন্টার প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে।

সর্বশেষ খবর