মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

৩০ সড়কে গাড়ি পার্কিং

জয়শ্রী ভাদুড়ী

৩০ সড়কে গাড়ি পার্কিং

যানজট আর গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা নিত্যদিনের। তাই রাজধানীবাসীকে এ যন্ত্রণা থেকে মুক্তি দিতে ট্রাফিক বিভাগ প্রশস্ত সড়কের এক লেনে করেছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এর মধ্যে ট্রাফিক উত্তর বিভাগ গুলশান, উত্তরাসহ ৩০টি জায়গা নির্বাচন করেছে। নির্ধারিত এই সড়কগুলোর এক লেনে করা যাবে গাড়ি পার্কিং। এ ব্যাপারে ট্রাফিক উত্তর বিভাগের ডিসি প্রবীর কুমার রায় বলেন, রাজধানীতে গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় মানুষ সড়কের ওপরে পার্কিং করে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা মামলা করি। এতে রাজধানীবাসীর সঙ্গে সারাক্ষণই আমাদের একটা ঝামেলাপূর্ণ সম্পর্ক থাকে। ব্যস্ত এলাকাগুলোতে শপিংমল তৈরি হলেও রাখা হয় না পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা। তাই এই সমস্যা মেটাতে আমরা প্রশস্ত রাস্তাগুলোকে যাচাই-বাছাই করে এক লেনে পার্কিং করার ব্যবস্থা করেছি।  ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে নতুন এই উদ্যোগ নিয়েছে উত্তর ট্রাফিক বিভাগ। সমন্বয় সভার বিবরণী সূত্রে জানা যায়, উত্তরার বিভিন্ন সেক্টরের রোড, বিমানবন্দর রোড, বনানী, গুলশান, মহাখালীসহ উত্তর সিটির বিভিন্ন এলাকায় পার্কিং করার জন্য ১২০০  জায়গা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ট্রাফিকের পশ্চিম বিভাগ প্রাথমিকভাবে মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে বিআরটিএ কার্যালয় ও খামারবাড়ির খেজুর বাগান এলাকায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

সরেজমিন উত্তরার জসিমউদ্দিন রোডে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে সাইনবোর্ডে লেখা আছে, এখানে গাড়ি পার্কিং করা হয়। ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে গাড়িগুলো। বিভিন্ন বিপণি বিতান থেকে কেনাকাটা করে একটা নির্দিষ্ট জায়গায় এসে গাড়িতে উঠছেন ক্রেতারা। এখান থেকে পাশের রোড দিয়ে ঘুরে গাড়ি উঠছে প্রধান সড়কে। ফলে যানজট এবং পার্কিং ভোগান্তি থেকে মুক্তি মিলেছে রাজধানীবাসীর। উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সে কেনাকাটা করতে আসা উত্তরার বাসিন্দা সাইফ আহমেদ বলেন, আগে কেনাকাটা করতে এলে গাড়ি রাখা ছিল বড় চিন্তার কাজ। রাস্তায় পার্কিং করায় জরিমানাও গুনতে হয়েছে। এখন ট্রাফিক পুলিশ পার্কিংয়ের ব্যবস্থা করায় কেনাকাটা করতে এসে গাড়ি নিয়ে আর চিন্তায় থাকতে হয় না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর