মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
পাঠক প্রতিবেদক

রূপসা ঘাটে বিপজ্জনক পারাপার

রূপসা ঘাটে বিপজ্জনক পারাপার

খুলনা মহানগরীর ব্যস্ততম রূপসা খেয়াঘাটে ট্রলারে প্রতিনিয়ত বেড়েই চলেছে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই। সরেজমিন দেখা যায়, রূপসার এই ব্যস্ততম খেয়াঘাটের দুই প্রান্ত মিলিয়ে প্রায় ৫০টির বেশি ট্রলার রয়েছে। উক্ত ট্রলারগুলোতে প্রতিদিন পারাপার হচ্ছে হাজার হাজার যাত্রী। এমনকি অতিরিক্ত বোঝাই করা হচ্ছে সাইকেল, মোটরসাইকেল, ভ্যানসহ মালামাল। এ ব্যাপারে স্থানীয়রা জানান, প্রতিটি ট্রলারে মালামাল ও যানবাহনসহ ৫০ জন করে যাত্রী বহন করা হয়। এমনকি রূপসা ঘাটে জনপ্রতি এক টাকা টোল আদায় ও ট্রলারে জনপ্রতি তিন টাকা ভাড়া দিতে হচ্ছে। অপরদিকে ট্রলারগুলোর অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে অত্যন্ত ঝুঁকিপুর্ণ হয়ে ওঠে মহিলা, বৃদ্ধ-বৃদ্ধা ও শিশুদের ক্ষেত্রে। এ বিষয়ে এক ট্রলার মাঝি জানান, প্রতিটি ট্রলারে ১০টি করে ট্রিপ নির্ধারণ করা রয়েছে। তাতে প্রতি ট্রিপে একটি ট্রলারে আদায় হয় ১৫০ টাকা কিন্তু সাধারণ মানুষ যে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে তা নিয়ে কারও মাথা ব্যথা নেই। উল্লেখ্য, খুলনার বিভিন্ন স্থানে এরকম কমপক্ষে ৬০টি খেয়াঘাটে ট্রলারে ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হচ্ছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থী উক্ত ঘাটে পারাপারের সময় পড়ে গিয়ে নিখোঁজ হয় এবং পরে তার মৃতদেহ উদ্ধার হয়। রূপসা ঘাটের বেহাল দশা নিরসনের ব্যাপারে খুলনা সিটি করপোরেশন, গণপূর্ত বিভাগ কিংবা অভ্যন্তরীণ নদীবন্দর কর্তৃপক্ষের কোনো খেয়াল নেই ।

আহছানুল আমীন জর্জ, খুলনা

সর্বশেষ খবর