মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

বাড়ি আছে রাস্তা নেই

আফজাল, টঙ্গী

বাড়ি আছে রাস্তা নেই

গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি আছে অথচ নেই রাস্তাঘাট। এতে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী। গাজীপুরের মানুষ যে আশা নিয়ে সিটি মেয়র মান্নানকে ভোট দিয়েছেন তার কোনো সুফল পাননি। মেয়র মান্নান অসুস্থ থাকার কারণে চেক ও কোনো ফাইলে স্বাক্ষর করতে পারছেন না ঠিকমতো। ফলে সিটি করপোরেশনের সব কাজ প্রায় স্থবির হয়ে পড়েছে। অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদাররা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

সরেজমনি ঘুরে জানা যায়, সিলমুন মরকুন, বাদাম ভাকরাল, গুটিয়া আন্দারুল, মিরাবাজার, পূবাইল, বড়বাড়ি বোর্ডবাজার, মালেকের বাড়ি, জয়দেবপুর, সালনা, কোনাবাড়ি, হাতিমারা, ডেঙ্গাসহ নগরীর বিভিন্ন এলাকায় অসংখ্য ঘরবাড়ি রয়েছে অথচ নেই রাস্তাঘাট। আবার যেসব এলাকায় রাস্তাঘাট রয়েছে তা বেশির ভাগই লক্কর-ঝক্কর। নামমাত্রই সিটি করপোরেশন। তেমন কোনো নাগরিক সেবা পাচ্ছে না এলাকাবাসী। ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন বলেন, আমার ওয়ার্ডে রাস্তা, ড্রেন, পানির লাইন স্থাপন, পাম্প নির্মাণসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। দুয়েকটি রাস্তা হয়তো বাকি রয়েছে তা আগামী টেন্ডারের মাধ্যমে নির্মাণ করা হবে। অন্য ওয়ার্ডের কাউন্সিলররা বলেন, আমাদের ওয়ার্ডে তেমন কাজ না হওয়ায় রাস্তাঘাটের বেহাল দশা রয়ে গেছে। সিলমুন জাম্বুরারটেক এলাকার বাসন্দাি আবদুর রশিদ বলেন, ভাই, বাড়ি করছি দুই তিন বছর হলো, রাস্তাঘাট না থাকার কারণে বাড়িতে উঠতে পারছি না। ভাড়া বাসায় থাকছি। এই সমস্যা হয়তো নতুন মেয়র এলে শেষ হবে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কেএম রাহতুল ইসলাম বলেন, মেয়র অসুস্থ থাকায় চেক, ফাইল ও স্বাক্ষর নিয়ে একটু সমস্যা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর