মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা

একদিকে নেই পরিকল্পিত ড্রেন ব্যবস্থা অপরদিকে যেসব ড্রেন রয়েছে তার নেই পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা। ফলে দিন দিন দুর্ভোগ বেড়েই চলছে। বর্তমানে অভিভাবকহীন নগরী। সরেজমিন ঘুরে জানা যায়, গাজীপুরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা নিয়মিত ব্যাপার।

আফজাল, টঙ্গী

সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা

গাজীপুরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার ভোগান্তি শুরু হয়। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পয়ঃনিষ্কাশনের অভাবে সামান্যবৃষ্টি হলেই রাস্তাঘাট, দোকানপাট, স্কুল কলেজ, মাদ্রাসা, সড়ক মহাসড়কসহ বিভিন্ন এলাকা তলিয়ে যায়। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে নগরবাসী। এমনকি একটু বৃষ্টি হলেই বর্তমান বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাড়ির সামনে হাঁটু পানি জমে যায়। হাসান উদ্দিনসরকার টঙ্গী পৌরসভার একাধিক বার চেয়ারম্যান ও এমপি ছিলেন, এরপর আজমত উল্লা খান টঙ্গী পৌরসভায় ১৮ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর মেয়র মান্নান সিটি করপোরেশনের দায়িত্ব নেন। এসব রাজনৈতিক নেতা এই নগরের দায়িত্ব পালন করলেও পরিকল্পনার অভাবে দূর হয়নি জলাবদ্ধতা। একদিকে নেই পরিকল্পিত ড্রেন ব্যবস্থা অপরদিকে যেসব ড্রেন রয়েছে তার নেই পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা। ফলে দিন দিন দুর্ভোগ বেড়েই চলছে। বর্তমানে অভিভাবকহীন নগরী।
 

সরেজমিন ঘুরে জানা যায়, গাজীপুরে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা নিয়মিত ব্যাপার। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও পয়ঃনিষ্কাশনের অভাবে এমন অবস্থার সৃষ্টি হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য টঙ্গী চেরাগ আলী, কলেজগেট, হোসেন মার্কেট,  স্টেশনরোড, মাছিমপুর, তালতলা রোড, মেঘনা রোড, টিএনটি, আরিচপুর, বড়বাড়ি, বোর্ডবাজার, মালেকের বাড়ি, জয়দেবপুর, পুবাইল, মিরের বাজার, কাশেমপুর, কোনাবাড়ি, হাতিমারাসহ বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। টঙ্গী মেঘনা রোডে বৃষ্টি ছাড়াই বারমাস জলাবদ্ধতা থাকে। নগরীর কী অবস্থা কেউ দেখার নেই। মেয়র থেকেও যেন নেই।  এলাকাবাসী বলে, মেঘনা রোডের এই রাস্তাটি সংস্কার না হওয়ায় বারমাস জলাবদ্ধ থাকে। এই রাস্তার ঠিকাদার আওলাদ হোসেন বলেন, রাস্তাটি টেন্ডার হয়েছে, কিন্তু সিটি করপোরেশন আমার আগের বকেয়া বিল পরিশোধ করে নাই। ফলে টেন্ডার হওয়া রাস্তাটি করতে পারছি না। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহম্মেদ বলেন, পাইলট স্কুলের গেট হইতে মহাসড়ক পর্যন্ত রাস্তাটি সংস্কার হয়নি। ফলে বৃষ্টি হলেই হাঁটু পানি জমে, এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এ ব্যাপারে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ড. খ ম কবিরুল ইসলাম বলেন, একটু বৃষ্টি হলে গাজীপুর নয় ঢাকা ডুবে যায়। পয়ঃনিষ্কাশনে ড্রেনের বর্জ্য রীতিমতো পরিষ্কার করা হচ্ছে।

সর্বশেষ খবর