মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

৩৭ অবৈধ কাঁচা বাজার

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

৩৭ অবৈধ কাঁচা বাজার

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সড়ক, মোড় এবং খোলা স্থানে অবৈধভাবে চলে আসছে ৩৭টি কাঁচা বাজার। দীর্ঘদিন ধরেই এসব বাজার নিয়ন্ত্রণহীনভাবে চলে আসলেও কোনো উদ্যোগ নেই নিয়ন্ত্রণকারী সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)। ফলে চসিক হারাচ্ছে রাজস্ব। সড়ক-ফুটপাথে দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারী। নষ্ট হচ্ছে সুন্দর পরিবেশ। দূষিত হচ্ছে সড়ক-ফুটপাথ। অভিযোগ আছে, যত্রতত্র কাঁচা বাজার বসানো হলেও চসিকের কোনো খবর নেই। তাছাড়া এসব বাজার থেকে চসিক রাজস্ব না পেলেও স্থানীয় অনেক প্রভাবশালী ও চাঁদাবাজরা প্রতিনিয়ত যথারীতি ইচ্ছামতো চাঁদা আদায় করে থাকে। অনেক বাজারে এসব চাঁদাবাজের অত্যাচারে অতিষ্ঠ বলেও অভিযোগ আছে। চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ‘নগরের  অবৈধ বাজারের একটি তালিকা করা হয়েছে। তালিকা মতে এসব বাজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।’ তিনি বলেন, ‘অবৈধ বাজারের কারণে চসিক রাজস্ব হারাচ্ছে। তাছাড়া এসব বাজারের কারণে বৈধ বাজারগুলোর ইজারাদার পেতেও কষ্ট হয়। তাই অবৈধ বাজারগুলো উচ্ছেদের বিকল্প নেই। এ ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি।’ নগরের অবৈধবাজারগুলোর মধ্যে আছে, কাঠগড় রাস্তার পাশের বাজার, বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটির পাশের বাজার, স্টিল মিল রাস্তার পাশের বাজার, বেপারি পাড়া রাস্তার পাশের বাজার, আগ্রাবাদ এক্সেস রোড টিঅ্যান্ডটি কলোনির সম্মুখের বাজার, মাদারবাড়ি দারোগার হাট রোডের বাজার, সদরঘাটের সিটি কলেজের সামনের বাজার, মেমন হাসপাতালের সামনের বাজার, সিরাজুদ্দৌলা রোডের বাজার, দেওয়ান হাট রেল লাইন সংলগ্ন বাজার, চকবাজার ধোপীর পুল হতে ফুলতলা পর্যন্ত বাজার, পুরাতন চান্দগাঁও থানার পেছনে পাঠাইন্যাগোদা বাজার, জামাল খান রোডের সকাল বেলার বাজার, অক্সিজেন মোড়ের বাজার, দেওয়ান হাট ব্রিজ সংলগ্ন রাস্তার ওপর বাজার, মিয়াখান নগর বৌবাজার, তুলাতলী জামাই বাজার, হাটহাজারী রোডের আঁতুড়ার ডিপোর মোড়ের বাজার, ঈদগাঁ রাস্তার মোড়ের বাজার, ৩ নম্বর ওয়ার্ড চালিতাতলী বাজার, রাজাখালী ব্রিজের দক্ষিণ পাশে সাজেদা সুপার মার্কেট, পাহাড়তলী ঝাউতলা অবৈধ বাজার, মুরাদপুর ১ নম্বর রেল লাইন সংলগ্ন বাজার, পাঁচলাইশ আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন বেলতলা বাজার, বালুচড়ার আমান বাজার, ফইল্যাতলী বাজার সংলগ্ন অবৈধ বাজার, সিইপিজেড মোড়ের অবৈধ বাজার, বন্দরটিলা বাজার, আমিন জুট মিলস মসজিদের পাশে অবৈধ বাজার, পাহাড়তলী আকবর শাহ্ মাজার সংলগ্ন অবৈধ বাজার, একে খান রোডের ফকির তালুক বাজার, বক্সির হাট বান্ডেল রোডের সম্মুখের বাজার, ৩ নম্বর ওয়ার্ডের এয়ার আলী খান বাজার (নয়া হাট) কুয়াইশ সংযোগ সড়ক বাজার, কাটগড় বাজারের পশ্চিম পাশে মুসলিমাবাদ বাজার, ৪১ নম্বর ওয়ার্ড নাজির পাড়া অবৈধ বাজার এবং দেওয়ান বাজার মোড়ে রাস্তার ওপর অবৈধ বাজার।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর