মঙ্গলবার, ২২ মে, ২০১৮ ০০:০০ টা
পা ঠ কে র চি ঠি

মুগদার দুই সমস্যার সমাধান চান এলাকাবাসী

মুগদার দুই সমস্যার সমাধান চান এলাকাবাসী

আমরা রাজধানীর মুগদা থানাধীন মুগদাপাড়া এলাকার বাসিন্দা। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে মালিবাগ ফ্লাইওভার পর্যন্ত বিস্তৃত বিশ্বরোড (অতীশ দীপঙ্কর সড়ক) দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ চলাচল করে। বিশ্বরোডের মুগদাপাড়া অংশে একটি শান্ত সিএনজি রিফুয়েলিং স্টেশন নামে একটি সিএনজি পাম্প অবস্থিত। পাম্পটির সামনের ফুটপাথের ওপর গ্যাস নিতে আসা দূরপাল্লার বাস রাখায় ফুটপাথটি অধিকাংশ সময় পাম্প কর্তৃপক্ষের দখলে থাকে। পাম্পে গাড়ি প্রবেশ ও বের হওয়ার কোনো শৃঙ্খলা নেই। গাড়ির দীর্ঘলাইন ফুটপাথ ছাড়িয়ে মহাসড়কের অর্ধেক পর্যন্ত চলে যায়। এ কারণে তৈরি হয় যানজট। এ পর্যন্ত ঘটেছে বেশ কয়েকটি দুর্ঘটনাও। ব্যস্ত ফুটপাথে চলাচলকারী শিশু ও হাজারও পথচারী মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছেন। আমরা পরিচ্ছন্ন নিরাপদ ফুটপাথ, বাউন্ডারি দেয়াল, রেলিং ইত্যাদিসহ পাম্পটির সম্মুখ ভাগের পরিবর্তন চাই। যাতে পথচারীরা নিরাপদে পাম্পের সামনে দিয়ে চলাচল করতে পারে। 

মুগদা বিশ্বরোডের দুই পাশের রাস্তার ওপর রেলওয়ে ইনল্যান্ড কনটেইনার ডিপোর কনটেইনার, ট্রেলর, ট্রাক, লরি এগুলো বছরের পর বছর ধরে রেখে দেওয়া হয়। একাধিক লাইনে এগুলো রাখায় দিনভর অসহনীয় যানজট লেগে থাকে। বিশ্বরোডে অবৈধ পার্কিংয়ের কারণে যানজট ছাড়াও প্রায়শই মারাত্মক দুর্ঘটনা ঘটছে। বিশ্বরোডে এসব অবৈধ পার্কিং অনতিবিলম্বে স্থায়ীভাবে বন্ধ করা হোক। 

    —নাম প্রকাশে অনিচ্ছুক মুগদাবাসী

সর্বশেষ খবর